menu-iconlogo
huatong
huatong
歌詞
作品
বিলিয়ে প্রাণ আজ প্রাণের তরে

ত্যাগের মহিমায় চিরঞ্জীব

বিলিয়ে প্রাণ আজ প্রাণের তরে

ত্যাগের মহিমায় চিরঞ্জীব

কুরবানির ঈদ এলো, কুরবানির ঈদ

আহা, কুরবানির ঈদ এলো, কুরবানির ঈদ

ওই শোনো, لبيك اللهم لبيك

لبيك اللهم لبيك

কুরবানির ঈদ এলো, কুরবানির ঈদ

আহা, কুরবানির ঈদ এলো, কুরবানির ঈদ

আয়, তোর গুনাফানা জীবনখানা, ডাকে ওই কাবায়

চলো যাই আরাফাতে, মুজদালিফায়, রওজা মদিনায়

আয়, তোর গুনাফানা জীবনখানা, ডাকে ওই কাবায়

চলো যাই আরাফাতে, মুজদালিফায়, রওজা মদিনায়

চিত্তে তোলো জিকিরের তুফান

দাও কোরবান, দাও সদকা দান

চিত্তে তোলো জিকিরের তুফান

দাও কোরবান, দাও সদকা দান

প্রাণ খুলে দাও, হৃদয়ে জাগাও

প্রাণ খুলে দাও, হৃদয়ে জাগাও ইসলামের তাওহিদ

কুরবানির ঈদ এলো, কুরবানির ঈদ

আহা, কুরবানির ঈদ এলো, কুরবানির ঈদ

সাফা-মারওয়া পেরিয়ে জামারাতে শয়তানে মারো পাথর

মাকামে ইবরাহিম, নববি, মিনায় হও আল্লাতে কাতর

সাফা-মারওয়া পেরিয়ে জামারাতে শয়তানে মারো পাথর

মাকামে ইবরাহিম, নববি, মিনায় হও আল্লাতে কাতর

কুদরতি জমজম পানি পিয়ে

হজরে আসওয়াদে চুমু দিয়ে

কুদরতি জমজম পানি পিয়ে

হজরে আসওয়াদে চুমু দিয়ে

উঁচু করো শির উম্মতে নবীর

উঁচু করো শির উম্মতে নবীর, তালবে কুরআন মাজিদ

কুরবানির ঈদ এলো, কুরবানির ঈদ

আহা, কুরবানির ঈদ এলো, কুরবানির ঈদ

বিলিয়ে প্রাণ আজ প্রাণের তরে

ত্যাগের মহিমায় চিরঞ্জীব

বিলিয়ে প্রাণ আজ প্রাণের তরে

ত্যাগের মহিমায় চিরঞ্জীব

কুরবানির ঈদ এলো, কুরবানির ঈদ

আহা, কুরবানির ঈদ এলো, কুরবানির ঈদ

ওই শোনো, لبيك اللهم لبيك

لبيك اللهم لبيك

কুরবানির ঈদ এলো, কুরবানির ঈদ

আহা, কুরবানির ঈদ এলো, কুরবানির ঈদ

更多Bindu Kona/Obinash Baul/Nowrin/Kamruzzaman rabbi熱歌

查看全部logo

猜你喜歡