কথা সাজিয়েছেন কালুশাহ ফকির সুর করেছেন মমতাজ আলী খান।
নিরীক্ষ বান্ধরে দুই নয়নে
নিরীক্ষ বান্ধরে দুই নয়নে
ভুইলনা মন তাহারে
নিরীক্ষ বান্ধরে দুই নয়নে
নিরীক্ষ বান্ধরে দুই নয়নে
ভুইলনা মন তাহারে
ঐ নাম ভুল করিলে যাবিরে মারা
পড়বিরে বিষম ফেরে
হায়রে পড়বিরে বিষম ফেরে
ভুইলনা মন তাহারে।
⃝?চেনা ? সুর ⃝?
?Uploded by?
⃝?HAFIZ-UDDIN ⃝?S
আগে আপনকে চেন
তুমি গুরুকে মান
দেহ পাশ করে আন
আগে আপনকে চেন
তুমি গুরুকে মান
দেহ পাশ করে আন
ওরে সই মহলের নকল গুরু
দেবেন তোমায় দয়া করে
হায়রে দেবেন তোমায় দয়া করে
ভুইলনা মন তাহারে।
⃝?চেনা ? সুর ⃝?
?Uploded by?
⃝?HAFIZ-UDDIN ⃝?S
প্রেমের গাছে দুইটি ফল ও
রসে করে টলমল
তাতে ভ্রমর হয় পাগল
প্রেমের গাছে দুইটি ফল ও
রসে করে টলমল
তাতে ভ্রমর হয় পাগল
সে ফল গুরুকে দিয়ে শিষ্যে খাইলে
অমর হয় সে সংসারে
হায়রে অমর হয় সে সংসারে
ভুইলনা মন তাহারে
নিরীক্ষ বান্ধরে দুই নয়নে
নিরীক্ষ বান্ধরে দুই নয়নে
ভুইলনা মন তাহারে
ঐ নাম ভুল করিলে যাবিরে মারা
পড়বিরে বিষম ফেরে
হায়রে পড়বিরে বিষম ফেরে
ভুইলনা মন তাহারে
নিরীক্ষ বান্ধরে দুই নয়নে
নিরীক্ষ বান্ধরে দুই নয়নে
ভুইলনা মন তাহারে
ভুইলনা মন তাহারে।