বিচ্ছেদের সম্রাট
প্রয়াত পাগল বাচ্ছু ও
পাগল মনির দুই ভাই
আমাদেরে গাজীপুরের রত্ম
বন্ধুর বাড়ী আমার বাড়ীরে
বন্ধুর বাড়ী আমার বাড়ীরে
মধ্যে পিরিতের নদী
উইড়া যাইতে দেয়নাই পাখারে
উইড়া যাইতে দেয়নাই পাখারে
বাদী দারুন বিধীরে মরি বন্ধুর পিরিতে এ
বন্ধুর বাড়ী আমার বাড়ীরে এ
বন্ধুর বাড়ী আমার বাড়ীরে
মধ্যে পিরিতের নদী ই ই
উইড়া যাইতে দেয়নাই পাখারে
উইড়া যাইতে দেয়নাই পাখারে
বাদী দারুন বিধীরে মরি বন্ধুর পিরিতে
কথা ও সুর
খালেক দেওয়ান
পাগল মনির
সখিরে বাড়ীর সুভা বাগবাগিচা
ঘরের সুভা পিড়ারে সখি
ঘরের সুভা পিড়া
সখিরে, বাড়ীর সুভা বাগবাগিচা
ঘরের সুভা পিড়ারে সখি
ঘরের সুভা পিড়া
বসের কালে স্বামী নাই যার
বসের কালে স্বামী নাই যার
কি করি রূপ দিয়ারে মরি
বন্ধুর পিরিতে এ
বন্ধুর বাড়ী আমার বাড়ীরে এ
বন্ধুর বাড়ী আমার বাড়ীরে আরে
মধ্যে পিরিতের নদী ই ই
উইড়া যাইতে দেয়নাই পাখারে
উইড়া যাইতে দেয়নাই পাখারে
বাদী দারুন বিধীরে মরি বন্ধুর পিরিতে
কথা ও সুর
খালেক দেওয়ান
পাগল মনির
Uploded by
HAFIZ_UDDIN
আমার বুকের আগুন বুকে থাইকা
ফাপর কইরা মারে
বুক ফাটে সেই ব্যথার কথা
কইতে না সে পারে রে
কইতে না সে পারে
বুকের আগুন বুকে থাইকা
ফাপর কইরা মারে
বুক ফাটে সেই ব্যথার কথা
কইতে না সে পারে রে
কইতে না সে পারে
শ্রাবণ মাসে ভরে নদী
জোয়ারে যৌবনে
নাড়ীর যৌবন জোয়ারের জল
রাখিবো কেমনেরে বন্ধু
রাখিবো কেমনে
শ্রাবণ মাসে
নাড়ীর যৌবন জোয়ারের জল
রাখিবো কেমনে
আমি নাড়ী জইলা মরি
দেওয়ান খালেক জইলা মরে
বন্ধুয়ার সেল চিত্তে মরি বন্ধুর পিরিতে এ
বন্ধুর বাড়ী আমার বাড়ীরে এ
বন্ধুর বাড়ী আমার বাড়ীরে আরে
মধ্যে পিরিতের নদী ই ই
উইড়া যাইতে দেয়নাই পাখারে
উইড়া যাইতে দেয়নাই পাখারে
বাদী দারুন বিধীরে মরি বন্ধুর পিরিতে
এবার বাদী দারুন বিধিরে
মরি বন্ধুর পিরিতে
মরি বন্ধুর পিরিতে।