মন পাখি তুই চইলা গেলিরে
ওরে পাখিরে ফিরে আইলি না
আমি তোরে ছাড়া বাঁচবো কি করে
কিছুই বুঝি না ওরে পাখিরে বুঝেও বুঝলি না
হৃদয়টারে শূণ্য করে
গেলিরে তুই কোন বনে রে
হৃদয়টারে শূণ্য করে
গেলিরে তুই কোন বনে রে
তোর বিরহেই কাটে নারে দিন
ওরে পাখিরে বুঝেও বুঝলি না
মন পাখি তুই চইলা গেলিরে
ওরে পাখিরে ফিরে আইলি না