menu-iconlogo
huatong
huatong
avatar

ওরে ও বাঁশিওয়ালা

Kumar Bishwajit/Sabina Yasminhuatong
godianftinshuatong
歌詞
作品

ওরে ও বাঁশিওয়ালা

আমার এ মনের জ্বালা

সইতে আর পারিনা

হাইরে পিরিত মানেই যন্ত্রনা

হাইরে পিরিত মানেই যন্ত্রনা

ওরে ও মধু বালা

তুমি যে গলার মালা

তোমায় ছাড়া বাঁচিনা

হাইরে পিরিত মানেই বাসনা

হাইরে পিরিত মানেই বাসনা

মারূফ পারভেজ

বৈশাখে হল দেখা

বর্ষাতে পরিচয়

বৈশাখে হল দেখা

বর্ষাতে পরিচয়

শরতে হল প্রেম

লাগে যে মধুময়

করব কি বল আমি হেমন্তে

করব কি বল আমি হেমন্তে

শীত বসন্ত তুমি বিনা কাটেনা

হাইরে পিরিত মানেই যন্ত্রনা

হাইরে পিরিত মানেই বাসনা

দিবসে ছবি আঁকি

নিশীতে স্বপনে

মিশে আছো তুমি

জীবনে মরণে

দিবসে ছবি আঁকি

নিশীতে স্বপনে

মিশে আছো তুমি

জীবনে মরণে

এই প্রেমের বল হবে কি পরিণাম

এই প্রেমের বল হবে কি পরিণাম

প্রেমের পরিণাম ভেবে কেউ প্রেম করেনা

হাইরে পিরিত মানেই যন্ত্রনা

হাইরে পিরিত মানেই যন্ত্রনা

ওরে ও বাঁশিওয়ালা

আমার এ মনের জ্বালা

সইতে আর পারিনা

হাইরে পিরিত মানেই যন্ত্রনা

হাইরে পিরিত মানেই যন্ত্রনা

হাইরে পিরিত মানেই বাসনা

হাইরে পিরিত মানেই যন্ত্রনা

হাইরে পিরিত মানেই বাসনা

হাইরে পিরিত মানেই যন্ত্রনা

হাইরে পিরিত মানেই বাসনা

হাইরে পিরিত মানেই যন্ত্রনা

........ END .........

更多Kumar Bishwajit/Sabina Yasmin熱歌

查看全部logo

猜你喜歡

ওরে ও বাঁশিওয়ালা Kumar Bishwajit/Sabina Yasmin - 歌詞和翻唱