F]প্রেম বড় মিষ্টি স্বর্গের সৃষ্টি
প্রেম ছাড়া জীবনে আর কিছু নেই।
মন ও চায় শুধু তোমাকে।
এই মনও চায় শুধু তোমাকে।
M] প্রেম বড় মিষ্টি স্বর্গের সৃষ্টি
প্রেম ছাড়া জীবনে আর কিছু নেই
হো মন ও চায় শুধু তোমাকে
এই মন ও চায় শুধু তোমাকে।
F] রুপে আজ কি যে মধু ঝরছে।
দুটি চোখ ইশারা করছে।
মন যেনো জান দিয়ে ভালোবেসে মরছে।
M] কি যে ঢেউ লেগেছে অঙ্গে
ডুবে গেছি আমি সেতা রংঙ্গে
বুক ভরা সুখ হয়ে থেকো তুমি সংঙ্গে।
F[ মনও চায় শুধু তোমাকে।
M] হো মন ও চায় শুধু তোমাকে।
M] তুমি আজ যত কাছে থাগবে।
যতবার নাম ধরে ডাকবে।
এই চাওয়া এই পাওয়া তত ভালো লাগবে।
F] সারাহ্মন কি আগুনে জ্বলছি।
জানা নেই কি যে আমি বলছি।
এক হয়ে দুজনে কোন পথে চলছি।
M]হো মনও চায় শুধু তোমাকে
এই মনও চায় শুধু তোমাকে।
F] প্রেম বড় মিষ্টি স্বর্গের সৃষ্টি
প্রেম ছাড়া জীবনে আর কিছু নেই।
মন ও চায় শুধু তোমাকে
এই মন ও চায় শুধু তোমাকে।
M] হো প্রেম বড় মিষ্টি স্বর্গের সৃষ্টি
প্রেম ছাড়া জীবনে আর কিছু নেই।
হো মন ও চায় শুধু তোমাকে
এই মনও চায় শুধু তোমাকে """""" হে