চাইনা আমি সেই ভালবাসা
চাইনা আমি সেই ভালবাসা,
যে ভালবাসা কোন দিন সয় না কারো,
চাইনা আমি সেই নিলা পাথর
যাতে কোনো ভালো কখনো হয় না কারো ।
চাইনা আমি সেই ভালবাসা,
যে ভালবাসা কোন দিন সয় না কারো,
চাইনা আমি সেই নিলা পাথর
যাতে কোনো ভালো কখনো হয় না কারো ।
এমন কি আছে আমার মাঝে যে তুমি দেখলে বল
কি কারনে তুমি এমন করে কাছেতে ডাকলে বল
এমন কি আছে আমার মাঝে যে তুমি দেখলে বল
ও কি কারনে তুমি এমন করে কাছেতে ডাকলে বল,
কাগজের খোল চিরদিনের, হয় কি গয়না কারো
চাইনা আমি সেই ভালবাসা,
যে ভালবাসা কোন দিন সয় না কারো,
চাইনা আমি সেই নিলা পাথর
যাতে কোনো ভালো কখনো,হয় না কারো,
পৃথিবী আমাকে দিযে়ছে শুধু অকারন অবহেলা
কি খতি তুমিয় খেলে যদি যাও
খেলা শেষে এই খেলা,
ও পৃথিবী আমাকে দিযে়ছে শুধু অকারন অবহেলা
কি খতি তুমিয় খেলে যদি যাও
খেলা শেষে এই খেলা
ফাগুনের হাওযা় কারো ভযে় যায়,
আবার বয় না কারো
চাইনা আমি সেই নিলা পাথর
যাতে কোনো ভালো কখনো, হয় না কারো
চাইনা আমি সেই ভালবাসা
যে ভালোবাসা কোন দিন,হয় না কারো
ধন্যবাদ সবাইকে