menu-iconlogo
huatong
huatong
avatar

Kobita Porar Prohor Eseche

Samina Chowdhuryhuatong
pasqual_marquezhuatong
歌詞
作品

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতার সাথে চৈতী রাতে

কেটেছে সময় হাত রেখে হাতে

কবিতার সাথে চৈতী রাতে

কেটেছে সময় হাত রেখে হাত

সেই কথা ভেবে পিছু চাওয়া মোর

স্মৃতির নকশা বুনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

অতীতের ছবি আঁকা হয়ে গেলে

তার দিকে এই চোখ দুটি মেলে

অতীতের ছবি আঁকা হয়ে গেলে

তার দিকে এই চোখ দুটি মেল

পলাতক আমি কোথা যেন যাই

আঁধারের এ গান শুনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে

更多Samina Chowdhury熱歌

查看全部logo

猜你喜歡