গান:ভাল্লাগে
শিল্পী: সুমি সাবানা
আপলোড বয়ঃ আরাফাত শেখ
চয়েস বয়ঃ আলিফ আক্তার
ছেলে তোর কুকড়া কুকড়া চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে
তোর কুকড়া কুকড়া চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া উঠে...
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া উঠে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
আরে লাক ভেলকি চোখে মুখে সু মন্তর সু,
জাদুর কাঠি হাতে নিয়ে দিলাম তোরে ফু
চান্দের বুড়ি থুর থুড়ি আর চরকা কাটে না
আবল তাবল ভাব ধরিলে ফ্যাসন হয় না
বন্ধুরে তোর হাতে ধরি আমার মাথা খা
ভেল্কি বাজি ছাড়ান দিয়া ভালো হয়ে য়া
আপলোড বয়ঃ আরাফাত শেখ
চয়েস গালঃ আলিফ আক্তার
হাতে বালা গলায় মালা কানে দিয়ে দুল
বুক খোলা শার্ট পড়িয়া পকেটে নাও ফুল
মোরগের মাথার মত কাটিং মারো চুলে বন্ধু হে
এ. এস. বি. স্বপ্ন ছোঁয়া গ্রুপ
ম্যানহোলের ঢাকনার মতোন হাতে পড় ঘড়ি
পকেটে থাকেনা তোমার কোনো কানাকুড়ি
গলাছিলা মুরগির মত গোঁফে মারো কাট বন্ধু হে
ছেলে তোর প্রেমে পড়ার কারন
তোর শ্যামলা শ্যামলা বরন
তোর প্রেমে পড়ার কারন
তোর শ্যামলা শ্যামলা বরন
ঐ শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে
ঐ শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে...
বন্ধুরে~রে~রে~রে~রে.....
আপলোড বয়ঃ আরাফাত শেখ
প্লিজ! কেউ কপি করবেন না
নিজে থালো থাকুন প্লিজ
অন্য কে ভালো হতে সাহায্য করুন
চয়েস গালঃ আলিফ আক্তার
খুশির মত চশমা পড়ে এদিক ওদিক চাও
ভুলভাবে মাঝে মাঝে ইংলিশে গান গাও
মাইয়াদের ছবি লাগাইয়া
ফেসবুক ও চালাও বন্ধু হে
আপলোড বয়ঃ আরাফাত শেখ
আরে,বাপের হোটেলে খাইয়া বাইক নিয়ে ঘুরো
সুুন্দুরি মাইয়া দেখিলে মুচকি হাসি মারো
কুচ হয়ে হেটে ভাবো লাগতাছে ফিটফাট বন্ধু হে
ছেলে তোর নেশা নেশা চোখে
যেনো আগুন জ্বলে বুকে
ঐ নেশা নেশা চোখে
যেনো আগুন জ্বলে বুকে
সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে
সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে
ছেলে তোর কুকড়া কুকড়া চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে
তোর কুকড়া কুকড়া চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া উঠে...
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া উঠে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোয়া দেখিতে আমার ভাল্লাগে
ঐ স্যামলা গালে কালো দাড়ি ভাল্লাগে
সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে.....
ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোঁয়া উঠে
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোঁয়া উঠে
সেই ধোঁয়া দেখিতে আমার ভাল্লাগে
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে
===ধন্যবাদ আপনাকে===