menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Pore Thaki

Tahsan/Elitahuatong
patriots_brady07huatong
歌詞
作品
আমি পড়ে থাকি ... মেঠো সবুজে ,

তুমি আকাশে ... খোলা নীড়ে।

আমার ভাল লাগা ... দোয়েল- শ্যামা।,

তোমার ভাল লাগা শঙ্খচিলে।

আমার ভাল লাগে ,

ঝলমলে উৎসবে ,

তোমার সাদামাটা আয়োজন ।

আমি ভেসে যাই , উচ্ছাসে আনন্দে ,

তুমি ভেবে সারা, এতো কি প্রয়োজন ।

আমরা দুজনা দুরকম ,

তবু কোথা যেন মিল অন্যরকম। [ ২ বার ]

আমার ভালো লাগে চঞ্চলা নদী

তোমার তীরে জাগা কাশফুল।

আমার ভাললাগে বেহিসেবি জীবন

তুমি চাও সব নির্ভুল।

আমি পড়ে থাকি একরোখা জিদে

তুমি সারাক্ষন আপোসে।

আমি ঘুমাই ভাবনাহীন সুখে

তুমি কি হবে ভাবো বসে।

আমরা দুজনা দুরকম ,

তবু কোথা যেন মিল অন্যরকম। [ ২ বার ]

আমি পড়ে থাকি ...

আমি পড়ে থাকি ...

更多Tahsan/Elita熱歌

查看全部logo

猜你喜歡