huatong
huatong
avatar

ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য

ইসলামিক গজল বাংলা গজলhuatong
robert_gouldhuatong
الكلمات
التسجيلات
আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য

ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য

তুমি ছাড়া আর কে আছে আমার,

তুমি ছাড়া আর কে আছে আমার

এত কাছে অনন্য..

ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য,

ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য।

তোমার মত মালিক যাদের আছে,

বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে..

তোমার মত মালিক যাদের আছে,

বিপদ বালাই তুচ্ছ তাদের কাছে।

তুমি আছো যার, তার কাছে আর,

তুমি আছো যার, তার কাছে আর

যা কিছু সবই নগণ্য..

ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য।

ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য।

তোমার খুশি থাকে যদি পুঁজি..

কামিয়াবী আসবে আমায় খুঁজি।

তোমার খুশি থাকে যদি পুঁজি

কামিয়াবী আসবে আমায় খুঁজি।

তুমি যাকে চাও, দার খুলে দাও,

তুমি যাকে চাও, দার খুলে দাও,

বাগিচা বনে অরণ্য

ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য,

ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য।

তুমি ছারা আর কে আছে আমার,

তুমি ছারা আর কে আছে আমার

এতো কাছে অনন্য..

ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য,

ধন্য আমি ধন্য শুধু তোমার জন্য

ধন্য আমি ধন্য শুধু তোমার জন্য।

জাযাকাল্লাহু খাইরান

আসুন,সবাই নিয়মিত পাঁচ ওয়াক্ত

নামাজ আদায় করি।

আরো ইসলামিক গজল পেতে

আপলোড লিস্ট দেখুন

المزيد من ইসলামিক গজল বাংলা গজল

عرض الجميعlogo

قد يعجبك