logo

Onno Golpo

logo
الكلمات
তোমার আমার পরিচয়টা এভাবে না হলেও পারতো

তুমি হতে অন্য কেউ, আমি হতাম অন্য গল্প

তোমার আমার পরিচয়টা এভাবে না হলেও পারতো

তুমি হতে অন্য কেউ, আমি হতাম অন্য গল্প

আরও কিছু ভালোবাসার মুহূর্ত জমা থাকতো

আরও কিছুর স্মৃতির বাক্স কিছু কথা লিখে রাখতো

তোমার ইচ্ছে আমার মতো আরও কিছু ছবি আকঁতো

তোমার দু'চোখ আমার মতো একই দৃশ্য দেখতো

তোমার ইচ্ছে আমার মতো আরও কিছু ছবি আকঁতো

তোমার দু'চোখ আমার মতো একই দৃশ্য দেখতো

কিছু বুনো ঢেউ জানে না তো কেউ আসে কোথা থেকে

কিছু ভেঙে দেয় আবার গড়ে নীরবে দু'চোখ দেখে

কিছু বুনো ঢেউ জানে না তো কেউ আসে কোথা থেকে

কিছু ভেঙে দেয় আবার গড়ে নীরবে দু'চোখ দেখে

কী ক্ষতি হতো তোমাকে আমাকে আগলে যদি রাখতো?

তোমার ইচ্ছে আমার মতো আরও কিছু ছবি আকঁতো

তোমার দু'চোখ আমার মতো একই দৃশ্য দেখতো

তোমার ইচ্ছে আমার মতো আরও কিছু ছবি আকঁতো

তোমার দু'চোখ আমার মতো একই দৃশ্য দেখতো

কোনো কোনো পথে চাই না যতই যেতে তবু জীবন হাঁটে

কেউ কি জানে কখন কার খেয়া ভিড়বে কোন ঘাটে

কোনো কোনো পথে চাই না যতই যেতে তবু জীবন হাঁটে

কেউ কি জানে কখন কার খেয়া ভিড়বে কোন ঘাটে

কত আশা ছিল কিছুই হলো না, কত কী হতে পারতো

তোমার ইচ্ছে আমার মতো আরও কিছু ছবি আকঁতো

তোমার দু'চোখ আমার মতো একই দৃশ্য দেখতো

তোমার ইচ্ছে আমার মতো আরও কিছু ছবি আকঁতো

তোমার দু'চোখ আমার মতো একই দৃশ্য দেখতো