শাওন ভাই এর রিকোয়েস্ট এর গান 
আশা করি সবার ভাল লাগবে 
আমিতো মরেও ভালবাসবো 
তোমাকে যতই তোমি 
লুকিয়ে রাখো 
তবুও তোমার কাছে আসব 
হো...তবুও তোমার কাছে আসব 
আমিতো মরেও ভালবাসবো 
ভালবাসবো 
নবধারা সংগীত ভুবন 
Mr.Sam 
যতদিন রবে এই পৃথিবী 
তোমাকে যে ভালবেসে যাব 
যানিনা কখনো পাব কিনা পাব 
ও...যতদিন রবে এই পৃথিবী 
তোমাকে যে ভালবেসে যাব 
যানিনা কখনো পাব কিনা পাব 
তোমার আকাশে শুধু 
মেঘ হয়ে ভাসব 
তবুও তোমার কাছে আসব 
হো...তবুও তোমার কাছে আসব 
আমিতো মরেও ভালবাসবো 
ভালবাসবো 
নবধারা সংগীত ভুবন 
Mr.Sam 
আমি চিরদিনই শুভকামনায় 
তোমারি যে পথ চেয়ে রব 
তোমার জীবনে সুখ তারা হবো 
ও...আমি চিরদিনই শুভকামনায় 
তোমারি যে পথ চেয়ে রব 
তোমার জীবনে সুখ তারা হবো 
সৃতির আখরে ব্যাথা 
বুকে ধরে রাখব 
তবুও তোমার কাছে আসব 
হো...তবুও তোমার কাছে আসব 
আমিতো মরেও ভালবাসবো 
তোমাকে যতই তোমি 
লুকিয়ে রাখো 
তবুও তোমার কাছে আসব 
হো...তবুও তোমার কাছে আসব 
আমিতো মরেও ভালবাসবো 
ভালবাসবো