menu-iconlogo
huatong
huatong
-shahidul-islam-cover-image

ও চাঁদ সামলে রাখো জোছনাকে \\Shahidul islam

মান্নাদেhuatong
লিরিক্স
রেকর্ডিং
ও চাঁদ সামলে রাখো জোছনাকে

সামলে রাখো জোছনাকে

কারো নজর লাগতে পারে

কারো নজর লাগতে পারে

মেঘেদের উড়ো চিঠি

উড়েও তো আসতে পারে

ও চাঁদ সামলে রাখো জোছনাকে

ও চাঁদ সামলে রাখো জোছনাকে

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

ঝলমল করিও না গো

তোমার ঐ অতো আলো

ঝলমল করিও না গো

তোমার ঐ অতো আলো

বেশী রূপ হলে পরে

সাবধানে থাকাই ভালো

মুখের ঐ উড়নিটাকে একটু রাখো

খুলোনাকো দোহাই... একেবারে.

ও চাঁদ সামলে রাখো জোছনাকে

ও চাঁদ সামলে রাখো জোছনাকে

আপলোড *বাই*শহিদুল *ইসলাম

এই সবে রাত হয়েছে

এখনি অমন হলে

মাঝরাতে আকাশটাতে

যাবে যে আগুন জ্বলে

এই সবে রাত হয়েছে

এখনি অমন হলে

মাঝরাতে আকাশটাতে

যাবে যে আগুন জ্বলে

সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে

কাকে পাবে বাঁচাতে তোমারে

ও চাঁদ সামলে রাখো জোছনাকে

ও ও ও চাঁদ সামলে রাখো জোছনাকে

মান্নাদে থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে