menu-iconlogo
huatong
huatong
avatar

Kede Kede Jabo [Limon Chowdhury]

Ayub Bachchu/LRBhuatong
༒⃝𝗟𝗜𝗠𝗢𝗡_𝗖𝗛༒⃝🦅𝗕⭕𝗣༒huatong
লিরিক্স
রেকর্ডিং

এক জীবনে আর কত বার

আমি কেঁদে যাবো

এক জীবনে আর কত বার

আমি ব্যথা পাবো

এই জীবনের শেষে আমার

মরণ এসে দাঁড়ালে পাশে

এই জীবনের শেষে আমার

মরণ এসে দাঁড়ালে পাশে

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

ওউ ও……………………………………

কিছু ব্যথা পাওয়া কিছু ব্যথা নেওয়া

কিছু ফিরে পাওয়া কিছু মনে রাখা

এই এক জীবনে

যদিও হয় পূরন তবুও আমি জানি

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

ওউ ও……………………………………

যদি মন ভাঙে, যদি স্বপ্ন গড়ে

মুছে দিয়ে সব অভীলাসের ভিরে

এই এক জীবনে…..

যদিও হয় পূরন তবুও আমি জানি

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

এক জীবনে আর কতো বার

আমি কেঁদে যাবো

এক জীবনে আর কতো বার

আমি ব্যথা পাবো

এই জীবনের শেষে আমার

মরণ এসে দাঁড়ালে পাশে

এই জীবনের শেষে আমার

মরণ এসে দাঁড়ালে পাশে

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

তখনও বুঝি কেঁদে কেঁদে যাবো

Ayub Bachchu/LRB থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Ayub Bachchu/LRB-এর Kede Kede Jabo [Limon Chowdhury] - লিরিক্স এবং কভার