ফরমানুল আলম সৌরভ
হু হু হু হু
লালা লা লালা লা....
দু' চোখে ঘুম আসেনা
তোমাকে দেখার পরে
তোমাকে দেখার পরে..
দু' চোখে ঘুম আসেনা..
তোমাকে দেখার পরে
তোমাকে দেখার পরে..
কেনো জানি মনে হয়,
ভালোবেসে এ হৃদয়
জোছনা ছড়ালো বুজি, আমার ঘরে
দু' চোখে ঘুম আসেনা
তোমাকে দেখার পরে
তোমাকে দেখার পরে...
জানালার গ্রিল ধরে,
চেয়ে থাকি আঁধারে
কখন তুমি এসে,
দাঁড়াবে দুয়ারে
জানালার গ্রিল ধরে,
চেয়ে থাকি আঁধারে
কখন তুমি এসে,
দাঁড়াবে দুয়ারে
তোমাকে কাছে পেয়ে,
দেখবো এ মন ভরে
মিলবো দু'জনে অভিসারে..
দু' চোখে ঘুম আসেনা..
তোমাকে দেখার পরে
তোমাকে দেখার পরে ...
নীলিমার নীল শুধু,
মিশে আছে সাগরে
তোমার প্রেমের ছায়া,
এমনের গভীরে
নীলিমার নীল শুধু,
মিশে আছে সাগরে
তোমার প্রেমের ছায়া,
এমনের গভীরে
আমার সুখের নীড়ে,
স্বপ্ন তোমায় ঘিরে
রাখব জীবনে আমার করে....
দু' চোখে ঘুম আসেনা
তোমাকে দেখার পরে
তোমাকে দেখার পরে ...
দু' চোখে ঘুম আসেনা..
তোমাকে দেখার পরে..
তোমাকে দেখার পরে ..
আ.. আ.. আ আ..আ ....
ধন্যবাদ