menu-iconlogo
huatong
huatong
bari-siddiqui--cover-image

বন্ধু তোর লাইগা রে

Bari Siddiquihuatong
লিরিক্স
রেকর্ডিং
বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

আমার তনু জরো জর

মনে লয় ছারিয়া যাইতাম

থুইয়া বাড়ী ঘর

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

আমার তনু জরো জর

মনে লয় ছারিয়া যাইতাম

থুইয়া বাড়ী ঘর

বন্ধু তোর লাইগা রে

অরণ্য জঙ্গলার মাঝে

আমার এক খান ঘর

অরণ্য জঙ্গলার মাঝে

আমার এক খান ঘর

ভাই ও নাই বান্দব ও নাই

কে লইব খবর, হায় রে

ভাই ও নাই বান্দব ও নাই

মোর কে লইব খবর

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

আমার তনু জরো জর

মনে লয় ছারিয়া যাইতাম

থুইয়া বাড়ী ঘর

বন্ধু তোর লাইগা রে

বটো বৃক্ষের তলে গেলাম

ছায়া পাইবার আসে

বটো বৃক্ষের তলে গেলাম

ছায়া পাইবার আসে

ডাল ভাঙ্গিয়া রৌদ্র লাগে

আপন কর্ম দোসে, হায় রে

ডাল ভাঙ্গিয়া রৌদ্র লাগে

আপন কর্ম দোসে

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

আমার তনু জরো জর

মনে লয় ছারিয়া যাইতাম

থুইয়া বাড়ী ঘর

বন্ধু তোর লাইগা রে

নদী পার হইতে গেলাম

নদীর কিনারে

নদী পার হইতে গেলাম

নদীর কিনারে

আমারে দেখিয়া নৌকা

ভাসে দূরে দূরে, হায় রে

আমারে দেখিয়া নৌকা

ভাসে দূরে দূরে

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

আমার তনু জরো জর

মনে লয় ছারিয়া যাইতাম

থুইয়া বাড়ী ঘর

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে

আমার তনু জরো জর

মনে লয় ছারিয়া যাইতাম

থুইয়া বাড়ী ঘর

বন্ধু তোর লাইগা রে

Bari Siddiqui থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে