menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং

শোয়াচান পাখি আমার শোয়াচান পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।

তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি

তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি।

আজ কেন হইলে নিরব

মলো দুটি আখি রে পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।

বুলবুলি আর তোতা ময়না

কত নামে ডাকি তরে

কত নামে ডাকি

শিকল কেটে চলে গেলে

কারে লইয়া থাকি রে পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।

তোমার আমার এই পিড়িতি চন্দ্র সূর্য সাক্ষী

তোমার আমার এই পিড়িতি চন্দ্র সূর্য সাক্ষী

হঠাৎ করে চলে গেলে

বুঝলাম না চালাকিরে পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।

শোয়াচান পাখি আমার শোয়াচান পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি

আমি ডাকিতাছি তুমি ঘুমাছ নাকি।।

Bari Siddiqui থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে