গানঃ কল্পনাতে তোর
শিল্পীঃ ইমরান মাহমুদুল & কণা
আপলোডঃ AR.Rumi+Imu
Uploaded by ༺?AR.Rumi+Imu?༻
ID ---13372553409
গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু
কমিয়ে নিবেন।
ছেলেঃ] তোরই প্রেমে, ডুবে গেছি।
সন্ধ্যে হলে সূর্য যেমন, ডোবে-।
মেয়েঃ] তোর প্রেমে, জেগে উঠি।
যেমন করে ভূবন জাগে।
আখির কলো-রবে।
ছেলেঃ] সকাল- থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে ভোর
ভাসি ডুবি ডুবি ভাসি কল্পনাতে তোর।
দুজনেঃ] ও..............................ওও......।
ও................................ওও.....।
ছেলেঃ] মন উড়ে হাওয়ার সাথে।
তোর শহরে দিন কি রাতে।
হৃদয় তোকে চায় যে,
ভিষণ রোজ--।
মেয়েঃ] ভালোবাসার সাগর বুকে।
নদী যেমন হারায় সখে ।
পেয়েছি তোর বুকে,
সুখেরই খোজ--।
ছেলেঃ] তোরই প্রেমে, ডুবে গেছি ।
সন্ধ্যে হলে সূর্য যেমন, ডোবে-।
সকাল- থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে ভোর
ভাসি ডুবি ডুবি ভাসি কল্পনাতে তোর।
দুজনেঃ] হো.....ও....................ওও
হো.....ও....................ওও
Uploaded by ༺?AR.Rumi+Imu?༻
মেয়েঃ] চোরাবালি যেমন করে।
গভীরে আঘলে ধরে।
তেমন করে আমার, অবুঝ এ মন
ছেলেঃ] ডুবে গেছে সেইতো কবে।
তোর প্রেমের অনুভবে।
আমি একটা মন, হারা এখন--।
মেয়েঃ] তোর প্রেমে, ডুবে গেছি ।
সন্ধ্যে হলে সূর্য যেমন, ডোবে-।
ছেলেঃ] সকাল- থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে ভোর
ভাসি ডুবি ডুবি ভাসি কল্পনাতে তোর।
দুজনেঃ] ও............ওও..............
ও............ওও..............
ছেলেঃ] ও............ওও..............
ও............ওও..............
Uploaded by ༺?AR.Rumi+Imu?༻
আমার নিকট হতে ইমরান মাহমুদুল এর নতুন গান গুলোর মিউজিক পেয়ে যদি, আপনাদের ভালো লাগে। তাতেই আমার ভালো লাগার পূর্ণতা।