গান: মনের আবদারে
শিল্পী: ইমরান মাহমুদুল & কণা
নাটক: ওয়াদা
মিউজিক আপলোড: AR.Rumi+Imu
গান রেকর্ড করার সময় অবশ্যই হেডফোন সাউন্ড কমিয়ে নিবেন।
ছেলে:] এ মনের আবদারে,
দাও যদি তুমি কান।
বুঝবে তোমার প্রতি--,
কি যে আমার টান।
মেয়ে:] এই মনের আবদারে,
দাও যদি তুমি কান।
বুঝবে তোমার প্রতি,
কি যে-- আমার টান।
ছেলে:] দু'চোখের ইশারায় দাও যদি সারা।
বুঝবে কতোটা প্রেমে আমি দিশেহারা।
দু'চোখের ইশারায় দাও যদি সারা-।
বুঝবে কতোটা প্রেমে আমি দিশেহারা।
কতোখানি চাই আর কতোখানি পাই।
সব ভুলে তোমাকে ভালোবেসে যা--ই।
মেয়ে:] এই মনের আবদারে,
দাও যদি তুমি কান।
বুঝবে তোমার প্রতি,
কি যে আমার টান।
༺?AR.Rumi+Imu?༻
ছেলে:] নিজের চেয়ে রাখি তোমার খবর।
তোমার খুশিতে হাসে আমার অধর।
মেয়ে:] নিজের চেয়ে রাখি তোমার খবর।
তোমার খুশিতে হাসে আমার অধর।
কতোখানি চাই আর কতোখানি পাই।
কতোখানি চাই আর কতোখানি পাই।
সব ভুলে তোমাকে ভালোবেসে যাই।
ছেলে:] এ মনের আবদারে,
দাও যদি তুমি কান।
বুঝবে তোমার প্রতি,
কি যে- আমার টান।
༺?AR.Rumi+Imu?༻
মেয়ে:] তোমার মাঝে খুজি জীবনের সুখ।
হাজারো স্বপ্ন দিয়ে ভরে দাও বুক--।
ছেলে:] তোমার মাঝে খুজি জীবনের সুখ।
হাজারো স্বপ্ন দিয়ে ভরে দাও বুক।
কতোখানি চাই আর কতোখানি পাই।
কতোখানি চাই আর কতোখানি পাই।
সব ভুলে তোমাকে ভালোবেসে যাই।
মেয়ে:] এই মনের আবদারে,
দাও যদি তুমি কান।
বুঝবে তোমার প্রতি,
কি যে আমার টান।
ছেলে:] এ মনের আবদারে---,
দাও যদি তুমি কান।
বুঝবে তোমার প্রতি,
কি যে আমার টান।
কি যে আমার টান
༺?AR.Rumi+Imu?༻
মিউজিক কপি করা থেকে বিরত থাকুন।