গান: রেখে দিও নয়ন তারায়
শিল্পী: ইমরান মাহমুদুল & কনা
মিউজিক আপলোড: AR.Rumi+Imu
মিউজিক আপলোড: AR.Rumi+Imu
গান রেকর্ড করার সময় অবশ্যই হেডফোন সাউন্ড কমিয়ে নিবেন।
ছেলে:] হাওয়ায় ভাসি লাজে
মন তোমারই কাছে।
অথৈ প্রেমের রুপ- ।
ক্ষণ সহেনা সাজে মন তোমারই আছে।
অথৈ আশা বাধে বুক।
মেয়ে:] খুঁজে খুঁজে যায় আখি।
চুপি চুপি একাকী।
ব্যকুল অভিপ্রায়ে।
ছেলে:] নীরে ফিরে যায় পাখি
খুনসুটি সারথী ।
ব্যকুল অভিপ্রায়ে।
রেখে দিও নয়ন- তারায়,
রেখে দিও তোমার- ধরায়।
রেখে দিও নয়ন- তারায়,
রেখে দিও --তোমার- ধরায়।
মেয়ে:] রেখে দিও নয়ন- তারায়,
রেখে দিও তোমার- ধরায়।
রেখে দিও নয়ন-- তারায়,
রেখে দিও --তোমার- ধরায়।
༺?AR.Rumi+Imu?༻
মেয়ে:] দুটি মন এক নাকি,
কদমে কদম রাখি-।
দুটি মন এক পাখি।
যতনে সয়ন রাখি।
ছেলে:] দুটি ক্ষণ এক বাধি,
নয়নে নয়ন রাখি--।
দুটি ক্ষণ এক সাথী।
স্বপনে সয়ন আঁখি।
মেয়ে:] খুঁজে খুঁজে যায় আখি।
চুপি চুপি একাকী।
ব্যকুল অভিপ্রায়ে।
ছেলে:] নীরে ফিরে যায় পাখি
খুনসুটি সারথী ।
ব্যকুল অভিপ্রায়ে।
মেয়ে:] রেখে দিও নয়ন- তারায়,
রেখে দিও তোমার- ধরায়।
রেখে দিও নয়ন-- তারায়,
রেখে দিও তোমার-- ধরায়।
ছেলে:] রেখে দিও নয়ন----- তারায়,
রেখে দিও তোমার- ধরায়।
রেখে দিও নয়ন-----তারায়,
রেখে দিও তোমার- ধরায়।
রেখে দিও নয়ন---> তারায়,
রেখে দিও তোমার ধরায়।
-রেখে দিও নয়ন--> তারায়,
রেখে দিও তোমার ধরায়।
༺?AR.Rumi+Imu?༻
______===সমাপ্ত===_______