আমি পাগল হবো মনির খান
আমি পাগল হবো তোরই কারণে
আমি পাগল হবো তোরই কারণে
আমার পাগলামি তুই দেখে ভয়ে
আমার পাগলামি তুই দেখে ভয়ে মারবি ছুড়ে ঢিল
ওরে, কেন হইলো না তোর সঙ্গে মোর মিল?
ওরে, কেন হইলো না তোর সঙ্গে মোর মিল?
আমি পাগল হবো তোরই কারণে
আমি পাগল হবো তোরই কারণে
আমার চক্ষু দুইটা খুইলা নিজে
দিমু রে তোর হাতে
আমি তুই ছাড়া না কিছু দেখি এই যে দুনিয়াতে
আমার চক্ষু দুইটা খুইলা নিজে
দিমু রে তোর হাতে
আমি তুই ছাড়া না কিছু দেখি এই যে দুনিয়াতে
আমি তোর উঠোনে মরবো এসে
আমি তোর উঠোনে মরবো এসে, মিথ্যে নয় এক তিল
ওরে, কেন হইলো না তোর সঙ্গে মোর মিল?
ওরে, কেন হইলো না তোর সঙ্গে মোর মিল?
আমি পাগল হবো তোরই কারণে
আমি পাগল হবো তোরই কারণে
আমার বুকটা চিরে হৃদপিন্ডটা দেব তোরে খুলে
ওরে, তবুও যদি থাকতে পারি একটু তোরে ভুলে
আমার বুকটা চিরে হৃদপিন্ডটা দেব তোরে খুলে
ওরে, তবুও যদি থাকতে পারি একটু তোরে ভুলে
ও তোর প্রেমের বিষে রক্ত আমার
ওতোর প্রেমের বিষে রক্ত আমার হয়ে গেছে নীল
ওরে, কেন হইলো না তোর সঙ্গে মোর মিল?
ওরে, কেন হইলো না তোর সঙ্গে মোর মিল?
আমি পাগল হবো তোরই কারণে
আমি পাগল হবো তোরই কারণে
আমার পাগলামি তুই দেখে ভয়ে
আমার পাগলামি তুই দেখে ভয়ে মারবি ছুড়ে ঢিল
ওরে, কেন হইলো না তোর সঙ্গে মোর মিল?
ওরে, কেন হইলো না তোর সঙ্গে মোর মিল?
আমি পাগল হবো তোরই কারণে
আমি পাগল হবো তোরই কারণে
ধন্যবাদ