menu-iconlogo
huatong
huatong
avatar

Jibone Morone Tumi Amari

Monir Khanhuatong
লিরিক্স
রেকর্ডিং
শিরোনামঃ জীবনে মরণে তুমি আমারই

ছবি: নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি

শিল্পীঃ সামিনা চৌধুরী ও মনির খান

১ম কণ্ঠঃ মেয়ে

২য় কণ্ঠঃ ছেলে

জীবনে মরণে.. তুমি আমারই

থাকবো চিরদিনই, আমি তোমারই

জীবনে মরণে.. তুমি আমারই

থাকবো চিরদিনই, আমি তোমারই

হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে

মরণেও থাকে যেন শুধু তোমারই

হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে

মরণেও থাকে যেন শুধু তোমারই

জীবনে মরণে.. তুমি আমারই

থাকবো চিরদিনই, আমি তোমারই

যেদিকে তাকাই আমি, তোমাকে পাই

এ মনে আছো তুমি..আরো কাছে চাই

ও যেদিকে তাকাই আমি, তোমাকে পাই

এ মনে আছো তুমি..আরো কাছে চাই

সবই যেন তোমাকে, উজার করে দিতে পারি..

হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে

মরণেও থাকে যেন শুধু তোমারই

হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে

মরণেও থাকে যেন শুধু তোমারই

শুধু তোমারই..

তোমাকে পেলে কাছে, মন শুধু চায়

যুগ যুগ ধরে রাখি..প্রাণেরই ছায়ায়

ও তোমাকে পেলে কাছে, মন শুধু চায়

যুগ যুগ ধরে রাখি..প্রাণেরই ছায়ায়

তুমি যদি সুখী হও অকুল সাগর দিব পাড়ি..

হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে

মরণেও থাকে যেন শুধু তোমারই

শুধু তোমারই

জীবনে মরনে..তুমি আমারই

থাকবো চিরদিনই, আমি তোমারই..

জীবনে মরনে..তুমি আমারই

থাকবো চিরদিনই, আমি তোমারই

হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে

মরণেও থাকে যেন শুধু তোমারই

হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে

মরণেও থাকে যেন শুধু তোমারই

জীবনে মরণে

তুমি আমারই

থাকবো চিরদিনই আমি তোমারই

আমি তোমারই...

আমাকে Follow করে সাথেই থাকুন

Monir Khan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে