আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে আমার
ঘরে মন বসে না
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না....
আপলোড বাই<<মনিরুল>>
সুরের সাথী মিউজিক
SS.BD
======MS======
কোন বা দেশে থাকো রে তুমি
কেথায় তোমায় খুজি.....
চোখ বান্দা বলদের মতো
দেশ বিদেশে ঘুরি
কোন বা দেশে থাকো রে তুমি
কেথায় তোমায় খুজি.....
চোখ বান্দা বলদের মতো
দেশ বিদেশে ঘুড়ি
তুমি ছাড়া পরান আমার বাঁচে না
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না....
আপলোড বাই <<মনিরুল >>
সুরের সাথী মিউজিক
SS.BD
এত স্বাদের পিরিত রে বন্ধু
ভেঙ্গে দিবা যদি......
পিরিতি শিকাইয়া আমায়
দিলা কেনে ফাঁকি
এত স্বাদের পিরিত রে বন্ধু
ভেঙ্গে দিবা যদি...
পিরিতি শিকাইয়া আমায়
দিলা কেনে ফাঁকি
তুমি ছাড়া পরান আমার বাঁচে না
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না....
আমারে ছাড়িয়া রে বন্ধু যাইও না
তোমার লাইগা পরান কান্দে
ঘরে মন বসে না রে দয়াল
ঘরে মন বসে না....
? ?