menu-iconlogo
huatong
huatong
avatar

ki jala diya gela more কি জ্বালা দিয়া গেলা

Sabbir Mahmudhuatong
লিরিক্স
রেকর্ডিং

SK LOVE SONG GROUP

কি জ্বালা দিয়ে গেলা মোরে,,

নয়নের কাজল পরাণের বন্ধুরে

না দেখিলে পরাণ পোড়ে,,

কি দুঃখ দিয়ে গেলা মোরে..

নয়নের কাজল পরাণের বন্ধুরে

না দেখিলে পরাণ পোড়ে..

না দেখিলে পরাণ পোড়ে..

.SK LOVE SONG GROUP.

না রাখি মাটিতে,না রাখি পাটিতে,

না রাখি পালঙ্কের উপরে..

না রাখি মাটিতে,না রাখি পাটিতে,

না রাখি পালঙ্কের উপরে..

সিঁথীর সিন্ধুরে রাখিব বন্ধুরে

সিঁথীর সিন্ধুরে রাখিব বন্ধুরে,,

বাধিয়ে রেশমি ডরে..

বাধিয়ে রেশমি ডরে...

কি জ্বালা দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরাণের বন্ধুরে

না দেখিলে পরাণ পোড়ে...

Follow By

বন্ধু পরবাসী পরের ঘরে আসি

এত কেনে,,ঘুমে ধরে..

ও..বন্ধু পরবাসী পরের ঘরে আসি

এত কেনে,,ঘুমে ধরে..

কয়লা করে ধ্বনি পহায়ল রজনী,

কয়লা করে ধ্বনি পহায়ল রজনী,

না ডাকি ননদিনীর ডরে..

না ডাকি ননদিনীর ডরে..

কি জ্বালা দিয়ে গেলা মোরে.

নয়নের কাজল পরাণের বন্ধুরে

না দেখিলে পরাণ পোড়ে...

না দেখিলে পরাণ পোড়ে...

না দেখিলে পরাণ পোড়ে...

Thank You All Dear Friends

Sabbir Mahmud থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে