menu-iconlogo
logo

Amar Sham Jodi Hoito

logo
লিরিক্স
====UPLOAD MD SALAM====

আমার শ্যাম যদি

হইত মাথার কেশ

আমার শ্যাম যদি

হইত মাথার কেশ

হাতে দর্পণ ধরি রূপনেহারি

দর্পণ ধরি রূপনেহারি

পুরাইতাম মনের খায়েশ

আমার শ্যাম যদি

হইতো মাথার কেশ

====UPLOAD MD SALAM====

কুন তলে সুগন্ধি লইয়া.....

কুসুমও চামিলি দিয়া গো....

কুন তলে সুগন্ধি লইয়া...

কুসুমও চামিলি দিয়া গো....

আমি হইতাম দাসী ভালোবাসি

হইতাম দাসী ভালোবাসি

চিরুনি করিতাম কেশ

আমার শ্যাম যদি

হইতো মাথার কেশ

====UPLOAD MD SALAM====

শ্যাম সুন্দর যমুনার মাঝে...

কতো রঙ্গের ঢেউ সাঝে গো....

শ্যাম সুন্দর যমুনার মাঝে...

কতো রঙ্গের ঢেউ সাঝে গো....

হায়রে ঢেউয়ের চোটে উহু উঠে

ঢেউয়ের চোটে উহু উঠে

নিমিষে হয় নিরুদ্দেশ

আমার শ্যাম যদি

হইতো মাথার কেশ

====UPLOAD MD SALAM====

সৈয়দ শাহ নূরে বলে.....

শ্যামানলে অঙ্গ জ্বলে গো....

সৈয়দ শাহ নূরে বলে.....

শ্যামানলে অঙ্গ জ্বলে গো....

যদি সেই রূপো সাপিনী হইয়া

সেই রূপো সাপিনী হইয়া

আমারে মারিত বেশ

আমার শ্যাম যদি

হইতো মাথার কেশ

আমার শ্যাম যদি

হইতো মাথার কেশ

হাতে দর্পণ ধরি রূপনেহারি

দর্পণ ধরি রূপনেহারি

পুরাইতাম মনের খায়েশ

আমার শ্যাম যদি

হইতো মাথার কেশ

====UPLOAD MD SALAM====