menu-iconlogo
logo

Tumi theke jao fix metrolife

logo
লিরিক্স
তুমি গেয়ে যাও

মায়ার বাঁধন-শেকল ভাঙার গান,

তবু রেখে যাও

বাতাসে তোমার বিষাদমাখা ঘ্রাণ।

তুমি নিয়ে যাও

দু’হাত ভর্তি সোডিয়ামের আলো,

তুমি থেকে যাও

বেসে যাও শুধু এই আমাকেই ভালো।

তুমি নিয়ে যাও

দু’হাত ভর্তি সোডিয়ামের আলো,

তুমি থেকে যাও

বেসে যাও শুধু এই আমাকেই ভালো।