menu-iconlogo
huatong
huatong
avatar

আমি তোমার মনের ভিতর

Andrew/kanakhuatong
robert.keayhuatong
Liedtext
Aufnahmen
FOLLOW ME

DELOWAR KHAN ️

1 m

2 ""f

হো হো হোহো হোহো হোহো হো

হো হো হোহো হোহো হোহো হো

আমি তোমার মনের ভেতর

একবার ঘুরে আসতে চাই

আমায় কতটা ভালোবাস

সে কথাটা জানতে চাই

ভালবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই

তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই

FOLLOW ME

DELOWAR KHAN ️

হো হো হোহো হোহো হোহো হো

হো হো হোহো হোহো হোহো হো

এ হৃদয়ে জ্বলছে এক যাদুর মোমবাতি

তুমি আগুন হয়ে পুড়ছো

আমার সারা দিবারাতি

এ হৃদয়ে জ্বলছে এক যাদুর মোমবাতি

তুমি আগুন হয়ে পুড়ছো

আমার সারা দিবারাতি

এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বারমাস

তুমি ফাগুন হয়ে রঙ ছুয়ালে মনের নীলাকাশ

আমি তোমার মনের ভেতর

একবার ঘুরে আসতে চাই

আমায় কতটা ভালোবাস

সে কথাটা জানতে চাই

FOLLOW ME

DELOWAR KHAN ️

হো হো হোহো হোহো হোহো হো

হো হো হোহো হোহো হোহো হো

এ প্রণয়ে অন্ধ হলাম প্রাণের আলো

তুমি দুঃখ এলে ভূলে যেওনা

বাঁচবো না তো আমি

এ প্রণয়ে অন্ধ হলাম প্রাণের আলো

তুমি দুঃখ এলে ভূলে যেওনা

বাঁচবো না তো আমি

এ প্রণয়ে কথা দিলাম সূর্য্য চন্দ্র তাঁরা

স্বাক্ষী থেকে মরন যেন হয়

হয়না তোমায় ছাড়া

আমি তোমার মনের ভেতর

একবার ঘুরে আসতে চাই

আমায় কতটা ভালোবাস

সে কথাটা জানতে চাই

ভালবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই

তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই

️THANKS YOU

Mehr von Andrew/kanak

Alle sehenlogo

Das könnte dir gefallen