menu-iconlogo
huatong
huatong
avatar

মোরা নিরন্ন বড় ক্ষুধার্ত-এন্ড্রো কিশোর/কনকচাঁপা

আপলোড//রাসেল মাহমুদhuatong
paulettemoorhuatong
Lyrics
Recordings
কন্ঠ শিল্পী : এন্ড্রু কিশোর ও কনক চাঁপা

চয়েস:আমার কলিজা(রুবি)

F/""মোরা নিরন্ন,বড় ক্ষুধার্ত""

""নেই কষ্টের কোন শেষ""

""এই প্রশ্নের সোজা উত্তর""

""তুমি দাও আমার দেশ""

M/""মোরা নিরন্ন,বড় ক্ষুধার্ত""

""নেই কষ্টের কোন শেষ""

""এই প্রশ্নের সোজা উত্তর""

""তুমি দাও আমার দেশ""

F/""ওগো মা মাতৃভূমি""

""বুকে জ্বালাও বিদ্বেষ""

""এই প্রশ্নের সোজা উত্তর""

""তুমি দাও আমার দেশ""

F+M/""এই প্রশ্নের সোজা উত্তর""

""তুমি দাও আমার দেশ""

-==আপলোড/রাসেল মাহমুদ==-

""এক মানব সমাজ""

""পথের ধুলায় পড়ে রই""...

F/""স্বাধীন হয়েছে এই স্বদেশ ভূমি""

""আমাদের স্বাধীনতা কই""...

M/""মোরা চিরো বন্চিত""

""এক মানব সমাজ""

""পথের ধুলায় পড়ে রই""...

F/""স্বাধীন হয়েছে এই স্বদেশ ভূমি""

""আমাদের স্বাধীনতা কই""....

M/""এই দুঃখের সত্য দলিল""

""কোন মঞ্চে করবো পেশ""

""এই প্রশ্নের সোজা উত্তর""

""তুমি দাও আমার দেশ""

F+M/""এই প্রশ্নের সোজা উত্তর""

""তুমি দাও আমার দেশ""

-==আপলোড/রাসেল মাহমুদ==-

M/""কত মিটিং মিছিল রাজনীতির খেলা""

""কত সরকার কত দল''...

F/'"পতাকার তলে মোরা দাঁড়িয়ে আছি""

""চোখেঁ নিয়ে এক নদী জ্বল""...

M/""কত মিটিং মিছিল রাজনীতির খেলা""

""কত সরকার কত দল""...

F/""পতাকার তলে মোরা দাঁড়িয়ে আছি""

""চোখেঁ নিয়ে এক নদী জ্বল""...

M/""কার স্বার্থে হয়েছে মাগো""

""এই অশুভ পরিবেশ""

""এই প্রশ্নের সোজা উত্তর""

""তুমি দাও আমার দেশ""

F+M/""এই প্রশ্নের সোজা উত্তর""

""তুমি দাও আমার দেশ""

F/""মোরা নিরন্ন,বড় ক্ষুধার্ত""

""নেই কষ্টের কোন শেষ""..

""এই প্রশ্নের সোজা উত্তর""

""তুমি দাও আমার দেশ""

""মোরা নিরন্ন,বড় ক্ষুধার্ত""

""নেই কষ্টের কোন শেষ""

""এই প্রশ্নের সোজা উত্তর""

""তুমি দাও আমার দেশ""

M/""ওগো মা মাতৃভূমি""

""বুকে জ্বালাও বিদ্বেষ""

""এই প্রশ্নের সোজা উত্তর""

""তুমি দাও আমার দেশ""

F+M/""এই প্রশ্নের সোজা উত্তর""

""তুমি দাও আমার দেশ""

More From আপলোড//রাসেল মাহমুদ

See alllogo

You May Like