M/রিমঝিম এই বর্ষাতে,ভিজতে ভালো লাগে,
রিমঝিম এই বর্ষাতে,ভিজতে ভালো লাগে
গাইতে ভালো লাগে,আর নাচতে ভালো লাগে
বৃষ্টির সুরের মত..আজ বাজতে ভালো লাগে।
F/রিমঝিম এই বর্ষাতে ভিজতে ভালো লাগে,
রিমঝিম এই বর্ষাতে ভিজতে ভালো লাগে
গাইতে ভালো লাগে,আর নাচতে ভালো লাগে
বৃষ্টির সুরের মত আজ বাজতে ভালো লাগে
M/কালো মেঘে মেঘে কার ছোঁয়া লেগে
বিজলী যে..উঠে জলে ,
F/ঝড় আসে ছুটে সব নিতে লুটে
বাঁধা দেবো..কোন ছলে,
M/কালো মেঘে মেঘে কার ছোঁয়া লেগে
বিজলী যে..উঠে জ্বলে,
F/ঝড় আসে ছুটে সব নিতে লুটে
বাঁধা দেবো....কোন ছলে,
M/ঘর ছেড়ে পথে নামি..এ খেলাতে যোগ দিতে..
F/থোপা থোপা কদম ফুলে..এই আঁচল ভরে নিতে।
M/মাঝ নদীর ঐ খেয়াতে ভাসতে ভালো লাগে।
গাইতে ভালো লাগে,আর নাচতে ভালো লাগে
বৃষ্টির সুরের মত আজ বাজতে ভালো লাগে।
F/মনটা চায় কি যে, নাও না তা বুঝে
কত আমি...বলি মুখে,
M/আমারো ভাবনা, আঁকে কি আলপনা
তুমি ছাড়া...জানবে কে,
F/মনটা চায় কি যে, নাও না তা বুঝে
কত আমি...বলি মুখে,
M/আমারো ভাবনা, আঁকে কি আলপনা
তুমি ছাড়া...জানবে কে,
F/মিলনেরো এই কামনা, তুমি ছাড়া কে মিটাবে,
M/প্রণয়েরো এই নীতি..তুমি ছাড়া কে পাঠাবে,
F/তোমার সাথে একই মরনে মরতে ভালো লাগে,
M/গাইতে ভালো লাগে, আর নাচতে ভালো লাগে,
বৃষ্টির সুরের মত আজ বাজতে ভালো লাগে,
F/রিমঝিম এই বর্ষাতেই ভিজতে ভালো লাগে,
M/হো..রিমঝিম এই বর্ষাতেই ভিজতে ভালো লাগে
F/গাইতে ভালো লাগে,আর নাচতে ভালো লাগে
বৃষ্টির সুরের মত..আজ বাজতে ভালো লাগে।
M/গাইতে ভালো লাগে,আর নাচতে ভালো লাগে
বৃষ্টির সুরের মত..আজ বাজতে ভালো লাগে।