menu-iconlogo
huatong
huatong
avatar

সাগরের ঢেউ বলে তীর পেয়েছি(orginal hd)

আপলোড//রাসেল মাহমুদhuatong
➻𒍜➻🅡🅐🅢🅗🅔🅛➻𒍜➻🅑🅜🎸🎸huatong
Lyrics
Recordings
মুভি: বুক ভরা ভালোবাসা

-==আপলোড:রাসেল মাহমুদ==-

-====ID=62182763990===-

F/সাগরের ঢেউ বলে তীর পেয়েছি

আকাশে পাখি বলে নীড় পেয়েছি

এই মন...........বলে....

আমি সুখী হয়েছি, সুখী হয়েছি

M/সাগরের ঢেউ বলে তীর পেয়েছি

আকাশে পাখি বলে নীড়পেয়েছি

এই মন...........বলে....

আমি সুখী হয়েছি, সুখী হয়েছি

-==আপলোড:রাসেল মাহমুদ==-

-====ID=62182763990===-

F/একদিন দুটি চোখে স্বপ্ন ছিল

তোমাকে পেয়ে তা সত্যি হলো

music

M/একদিন এই জীবনে আশা ছিল

তোমাকে পেয়ে তা পূর্ণ হলো

F/আর কোন চাওয়া নেই

আর কোন পাওয়া নেই

সবই যেন পেয়ে গিয়েছি....

M/সাগরের ঢেউ বলে তীর পেয়েছি

আকাশে পাখি বলে নির পেয়েছি

F/এই মন...........বলে....

আমি সুখী হয়েছি, সুখী হয়েছি

-==আপলোড:রাসেল মাহমুদ==-

-====ID=62182763990===-

M/জীবনে যে এত সুখ জানা ছিল না

মরনেও তুমি মোরে, ছেড়ে যেওনা

music

F/ও ও বন্ধন খুলে কভু যেওনা গো

চিরদিন আমাকে বুকে রেখো

M/আর কথা বলার নেই

আর পথে চলা নেই

ঠিকানা যে খুঁজে পেয়েছি......

F/সাগরের ঢেউ বলে তীর পেয়েছি

আকাশে পাখি বলে নির পেয়েছি

M/এই মন...........বলে....

আমি সুখী হয়েছি, সুখী হয়েছি

F/এই মন...........বলে....

আমি সুখী হয়েছি, সুখী হয়েছি

=====ধন্যবাদ =====

?

More From আপলোড//রাসেল মাহমুদ

See alllogo

You May Like