menu-iconlogo
huatong
huatong
avatar

কে তুমি সুন্দরী কন্যা গো/ তামান্না

তামান্নাhuatong
༒︎❥︎シ︎তামান্নাシ︎♥︎༒︎huatong
Lyrics
Recordings
শিরোনামঃ কে তুমি সুন্দরী কন্যা গো

সিনেমাঃ কমলার বনবাস

শিল্পীঃ খালিদ হাসান মিলু / সাবিনা ইয়াসমিন

আপলোডঃ তামান্না [ T R N ]

ছেলেঃ কে তুমি সুন্দরী কন্যা গো..

কন্যা বনেতে আসিয়া..

হায় গো... ঘুইরা বেড়াও কেন কিসেরও লাগিয়া।

মেয়েঃ দূরেরও নাগরও তুমি গো

ও নাগর লজ্জা শরম নাই..

হায় গো.. পথও ছাড়ো আমি ঘরে ফিরা যাই।

আপলোডঃ তামান্না [ T R N ]

ছেলেঃ হলুদ বরন অঙ্গ তোমার গো ও কন্যা রুপ দেখিয়া মরি

হায় গো.. কি নাম তোমার আমায় কও না গো সুন্দরী

মেয়েঃ সাচী নগর আমার বাড়ি গো ও নাগর বনে বনে ঘুরি

হায় গো.. রাজার মেয়ে আমি কমলা সুন্দরী

মেয়েঃ কি নামও নাগর তোমার গো ও নাগর কোথায় বাড়ি ঘর

হায় গো...কিসের লাইগা আইলা বনেরও ভিতর

ছেলেঃ রুপ নগরের রাজার ছেলে গো ও আমি কি কাজে আসিয়া

হায় গো.. তোমার রুপের জালে রইলাম বন্দী হইয়া

আপলোডঃ তামান্না [ T R N ]

ছেলেঃ তুমি যদি থাকো রাজি গো ও কন্যা কইরা তোমায় বিয়া

হায় গো.. দেশে ফিইরা যাইবো তোমায় সঙ্গে নিয়া

মেয়েঃ দোহাই লাগে তোমার নাগর গো ও নাগর মাথার কিরা খাও

হায় গো.. শান্তি পাইবা যদি আমায় ভুইলা যাও

ছেলেঃ তুমি আমার হইবা আমায় কথা দাও

মেয়েঃ শান্তি পাইবা যদি আমায় ভুইলা যাও

==[[[ধন্যবাদ]]]==

More From তামান্না

See alllogo

You May Like