শিরোনামঃ জীবনের যতো পাওয়া করলে জড়ো
শিল্পীঃ মনির খান / কনকচাঁপা
আপলোডঃ তামান্না [ T R N ]
ছেলেঃ জীবনের যতো পাওয়া করলে জড়ো
তোমাকে পাওয়ার চেয়ে হবে না বড়
মেয়েঃ জীবনের যতো চাওয়া করলে জড়ো
তোমাকে পাওয়ার চেয়ে হবে না বড়
ছেলেঃ তুমি সেই জ~ন, যার কাছে নিরাপদ আমার এ জীবন
আমার এ জীবন.. আমার এ জীবন.. আমার এ জীবন..
মেয়েঃ জীবনের যতো পাওয়া করলে জড়ো
তোমাকে পাওয়ার চেয়ে হবে না বড়...
ছেলেঃ ভয় করি না যদি মরণও আসে
তুমি যদি মরণে, থাকো গো পাশে..
ভয় করি না যদি মরণও আসে
তুমি যদি মরণে, থাকো গো পাশে
মেয়েঃ একসাথে মরবো,একসাথে বাঁচবো
ছেলেঃ একসাথে মরবো, একসাথে বাঁচবো,এসো করি পণ..
মেয়েঃ তুমি সেই জন,,
যার কাছে নিরাপদ আমার এ জীবন, আমার এ জীবন
আমার এ জীবন, আমার এই জীবন
মেয়েঃ ওই বুকে রেখো মোরে এমনও করে,
সাগর জল রাখে, যেমন ধরে
ওই বুকে রেখো মোরে এমনও করে,
সাগর জল রাখে যেমন ধরে
ছেলেঃ একই পথে চলবো,একই কথা বলবো
মেয়েঃ একই পথে চলবো, একই কথা বলবো, আমরা দুজন
ছেলেঃ তুমি সেই জন,
যার কাছে নিরাপদ আমার এ জীবন, আমার এ জীবন, আমার এ জীবন, আমার এ জীবন..
মেয়েঃ জীবনের যতো পাওয়া করলে জড়ো
তোমাকে পাওয়ার চেয়ে হবে না বড়
ছেলেঃ তুমি সেই জন,, যার কাছে নিরাপদ আমার এ জীবন, আমার এ জীবন
মেয়েঃ আমার এ জীবন,, আমার এ জীবন
ছেলেঃ হুম হুম হুম হুম
মেয়েঃ লা লা লা লা