শিরোনামঃ তোমার জন্য আমারে
শিল্পীঃ এন্ড্রু কিশোর / কনকচাঁপা
ছবিঃ পাহারাদার
মেয়েঃ আ...আ.. হা..হা
আ..হা..হা..আ..হা..হা..
ছেলেঃ আ...আ.আ.. হা..
আ.. হা..হা ..আ..আ..হা
আপলোডঃ তামান্না [ T R N ]
মেয়েঃ আমার জন্য তোমারে
তোমার জন্য আমারে
আমার জন্য তোমারে
তোমার জন্য আমারে
যতনে গইড়াছে কারিগর
ও বন্ধু,তুমি আমার ভিটা মাটি ঘর
ছেলেঃ আমার জন্য তোমারে
তোমার জন্য আমারে
আমার জন্য তোমারে
তোমার জন্য আমারে
যতনে গইড়াছে কারিগর
ও বন্ধু,তুমি আমার ভিটা মাটি ঘর
+++++++ তামান্না +++++++
মেয়েঃ তোমায় বুকে রাখবো ধরে
শিকড় যেমন আঁকড়ে ধরে মাটি
ও ও ও ও ও..
শিকড় যেমন আঁকড়ে ধরে মাটি
ছেলেঃ তুমি ছাড়া কিছুই তো আর
দেখে না যে আমার নয়ন দুটি
ও ও ও ও ও..
দেখে না যে আমার নয়ন দুটি
মেয়েঃ তুমি ছাড়া নাই দুনিয়ায় কেউ তো আপন পর
ছেলেঃ আমার জন্য তোমারে
তোমার জন্য আমারে
আমার জন্য তোমারে
তোমার জন্য আমারে
যতনে গইড়াছে কারিগর
ও বন্ধু,তুমি আমার ভিটা মাটি ঘর
+++++++ তামান্না +++++++
মেয়েঃ আমার ছায়া কায়া তুমি
যেন মিশে আছো আমার অঙ্গে
ও ও ও ও ও..
যেন মিশে আছো আমার অঙ্গে
ছেলেঃ এ পার ও পার দুই পারেতে
হাজার বছর থাকবো, তোমার সঙ্গে
ও ও ও ও ও..
হাজার বছর থাকবো,তোমার সঙ্গে
মেয়েঃ তুমি ছাড়া জীবন আমার শুধুই বালুচর
ছেলেঃ আমার জন্য তোমারে
তোমার জন্য আমারে
আমার জন্য তোমারে
তোমার জন্য আমারে
যতনে গইড়াছে কারিগর
ও বন্ধু,তুমি আমার ভিটা মাটি ঘর
মেয়েঃ আমার জন্য তোমারে
তোমার জন্য আমারে
আমার জন্য তোমারে
তোমার জন্য আমারে
যতনে গইড়াছে কারিগর
ও বন্ধু,তুমি আমার ভিটা মাটি ঘর
+++++ সমাপ্ত +++++