Dark<=> BD<=>Songs>>
~follow~DBDS~logo>
<<<<<যোগাযোগ >>>>>>
Room\id\ 2784800>>>
দোল দোল দুলুনি রাঙ্গা মাথার চিরুনি,
এনে দেবো হাট থেকে মান তুমি করো না,
মান তুমি করো না,
দোল দোল দুলুনি রাঙ্গা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে মান তুমি করো না।
নোটন নোটন খোপাটি তুলে এনে দোপাটি,
রাঙ্গা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না,
মান তুমি করো না।
দোল দোল দুলুনি রাঙ্গা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে মান তুমি করো না,
মান তুমি করো না।
Dark<=> BD<=>Songs
~follow~DBDS~logo
<<<<<যোগাযোগ >>>>>
Room\id\ 2784800>>>
চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ,
ওই জমেছে মৌ,
বউ কথা কও ডাকছে পাখি কয়না কথা বউ,
চেয়ে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ,
বউ কথা কও ডাকছে পাখি কয়না কথা বউ,
ঝুমঝুমি মল পায়েতে গয়না সোনার গাঁয়েতে
আরো দেবো নাকের নোলক মান তুমি করো না,
মান তুমি করো না।
দোল দোল দুলুনি রাঙ্গা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে মান তুমি করো না,
মান তুমি করো না।
Dark<=> BD<=>Songs
~follow~DBDS~logo
<<<<<যোগাযোগ >>>>>
Room\id\ 2784800>>>
চাঁদের সাথে নিত্য রাতে তারাই কথা কয়,
তারাই কথা কয়।
আপনজনা পর হইলে তাও কি প্রেনে সয়।
চাঁদের সাথে নিত্য রাতে তারাই কথা কয়,
আপনজনা পর হইলে তাও কি প্রেনে সয়
একটু খানি হাসো না কেছে এসে বসো না,
কিনে দিবো রেশমি চুরি মান তুমি করো না,
মান তুমি করো না,
দোল দোল দুলুনি রাঙ্গা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে মান তুমি করো না,
মান তুমি করো না।
নোটন নোটন খোপাটি তুলে এনে দোপাটি
রাঙ্গা ফিতায় বেঁধে দেব মান তুমি করো না,
মান তুমি করো না।
দোল দোল দুলুনি রাঙ্গা মাথার চিরুনি
এনে দেবো হাট থেকে মান তুমি করো না,
মান তুমি করো না,
মান তুমি করো না।
<<<<<<<সমাপ্তি >>>>>