menu-iconlogo
logo

সব তোমারি জন্য

logo
Lyrics
সব তোমারি জন্য

সব তোমারি জন্য,

তোমারি জন্য সব তোমারি জন্য

তুমি ভালবাসো তাই তোমারি জন্য

সব তোমারি জন্য সব তোমারি জন্য

Hamid_C_F_S

Sabinayasmin05

চাঁদকে বললাম সুন্দর হও

তাই সে সুন্দর হলো..

চাঁদকে বললাম সুন্দর হও

তাই সে সুন্দর হলো..

ফুলকে বললাম গন্ধ ঢেলে দাও

ফুলকে বললাম গন্ধ ঢেলে দাও

তাই সে গন্ধ ঢেলে দিলো..

তোমারি জন্য সব তোমারি জন্য

সব তোমারি জন্য সব তোমারি জন্য

Choice by

SohelyসোহেলীLᴇɢᴀᴄʏ✿࿐

আকাশকে বললাম,আরো নীল হও

তাই সে হোলো এতো নীল..

আকাশকে বললাম,আরো নীল হও

তাই সে হোলো এতো নীল..

নদীকে বললাম নিরবধি বয়ে যাও

তাই সে বহে ঝিলমিল ঝিলমিল...

তোমারি জন্য সব তোমারি জন্য

তুমি ভালবাসো তাই তোমারি জন্য

সব তোমারি জন্য সব তোমারি জন্য

পাখিকে বললাম আরো সুরে গান গাও

ভুলিয়ে দাও সব জ্বালা....

পাখিকে বললাম আরো সুরে গান গাও

ভুলিয়ে দাও সব জ্বালা..

সাগরকে বললাম আরো ঝিনুক দাও

গেঁথে দেবো মুক্তোর মালা....

তোমারি জন্য সব তোমারি জন্য

তুমি ভালবাসো তাই তোমারি জন্য

সব তোমারি জন্য সব তোমারি জন্য

==============

সবাই আমার,সব কথা রাখলো

রুপে রসে গন্ধে,পৃথিবীকে ঢাকলো,

সবাই আমার,সব কথা রাখলো

রুপে রসে গন্ধে, পৃথিবীকে ঢাকলো,

তোমায় খুশি দেখে,সবাই যে জ্বললো

তোমায় খুশি দেখে,সবাই যে জ্বললো

তোমাকে ভালোবেসে, আমি যে ধন্য,

তোমাকে ভালোবেসে আমি যে ধন্য,

তোমাকে ভালোবেসে আমি যে ধন্য,

তোমাকে ভালোবেসে আমি যে ধন্য🌺