----------
Track Upload JOYNATH Room ID 185646(27/05/2023)
শিল্পী –মান্না দে,সুরকার-মৃণাল ব্যানার্জী
কথা-পুলক বন্দোপাধ্যায় (১৯৮৫)
দুঃখ আমাকে দুঃখী করেনি
করেছে রাজার রাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাঁজ ঘরে রাজা সাজবো না আর
সাঁজ ঘরে রাজা সাজবো না
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে
অনে~~~ক দিয়েছ সাজা।
দুঃখ আমাকে দুঃখী করেনি
করেছে রাজার রাজা
ও রানী সাহেবা
----------
তোমার নাঠ মন্দিরে যাত্রা আসরে
তুমি চিকের আরালে ছিলে
সেদিন রাজার ভুমিকা ছিলো যে আমার
রাজার ভুমিকা ছিলো যে আমার
সত্যি ভেবে তা নিলে
তুমি সত্যি ভেবে তা নিলে
তাই মখমলে ঢাকা রুপোর থালায়
আসরের মাঝে পাঠালে আমায়
একটি গোলা~~~প তাজা
ও রানী সাহেবা বিদায়
তোমার সাঁজ ঘরে রাজা সাজবো না
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে
অনে~~~ক দিয়েছ সাজা~~~~
দুঃখ আমাকে দুঃখী করেনি
করেছে রাজার রাজা
ও রানী সাহেবা
----------
শিল্পী –মান্না দে,সুরকার-মৃণাল ব্যানার্জী
কথা-পুলক বন্দোপাধ্যায় (১৯৮৫)
আহা সেই দিন থেকে এ ফকির রো~~~জ
শুধু গেয়েছে রাজার পালা
তুমি জুড়িয়ে নিয়েছো সে গানে তোমা~~র
জুড়িয়ে নিয়েছো সে গানে তোমার
রাজার বিরহ জালা
আসোল রাজার বিরহ জালা
আর অভিনয় শেষে ভাঙ্গা আয় না~~~~য়
আমি দেখে গেছি করুন ব্যাথায়
ফকিরের রাজা সাজা।
ও রানী সাহেবা বিদায়
তোমার সাঁজ ঘরে রাজা সাজবো না
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে
অনেক দিয়েছ সাজা
দুঃখ আমাকে দুঃখী করেনি
করেছে রাজার রাজা
ও রানী সাহেবা বিদায় এবার
ও রানী সাহেবা বিদায় এবার
ও রানী সাহেবা বিদায় এবার
----------