শুধু তোমা-র ভালবাসাতে
দুঃখ জানিনা আমি কাকে বলে
শুধু তোমা-র ভালবাসাতে
দুঃখ জানিনা আমি কাকে বলে
সুখের জোয়ারে দিন ভেসে চলে
শুধু তোমা-র ভালবাসাতে
দুঃখ জানিনা আমি কাকে বলে
<<===H.PUTUL_WE===>>
বন্ধুর প্রবঞ্চনা….
স্বজনের সব ছলনা-
বন্ধুর প্রবঞ্চনা….
স্বজনের সব ছলনা-
ক্ষমার আলোতে যায় আলো হয়ে
ক্ষমার আলোতে যায় আলো হয়ে
আনন্দ প্রদীপের শিখা জ্বলে-
শুধু তোমা..র ভালবাসাতে
দুঃখ জানিনা আমি কাকে বলে
সুখের জোয়ারে দিন ভেসে চলে
শুধু তোমা..র ভালবাসাতে
দুঃখ জানিনা আমি কাকে বলে
<<===Hamid_WE===>>
শুধু তোমা-র ভালবাসাতে
আমি থাকি ভরপু-র
হাসি আর আশাতে
তোমা~র ভালবাসাতে
আমি থাকি ভরপু-র
হাসি আর আশাতে
তোমা~র ভালবাসাতে..
<<===মান্না দে ===>>
নিয়তির যা কিছু বাঁধা..
জীবনের জটিল ধাঁধা….
নিয়তির যা কিছু বাঁধা..
জীবনের জটিল ধাঁধা….
কতো না সহজে
হয় সমাধান
কতো না সহজে
হয় সমাধান
শান্তির সূধা ঝরে পলে পলে
শুধু তোমা-র ভালবাসাতে
দুঃখ জানিনা আমি কাকে বলে
শুধু তোমা-র ভালবাসাতে
দুঃখ জানিনা আমি কাকে বলে
সুখের জোয়া~রে দিন ভেসে চলে
শুধু তোমা-র ভালবাসাতে
দুঃখ জানিনা আমি কাকে বলে..
***ধন্যবাদ***