প্রেমে পরেছি আমি,,
প্রেমে পরেছি
প্রথম দেখাতেই তার,,
প্রেমে পরেছি
প্রেমে পরেছি আমি,,
প্রেমে পরেছি
প্রথম দেখাতেই তার,,
প্রেমে পরেছি
সে যে রুপে,, অপরুপা অনন্যা আ হা হা
পৃথিবীতে নেই তার কোন তুলনা,,
প্রেমে পরেছি আমি,,
প্রেমে পরেছি
প্রথম দেখাতেই তার,,
প্রেমে পরেছি
কালো দুটি চোখে যাদু আছে
আমাকে সে পাগল করেছে,,
কালো দুটি চোখে যাদু আছে
আমাকে সে পাগল করেছে
ছন্দে ছন্দে তার,,পথচলা
মনে হয় সে যেন,, কত চেনা
সে যে রুপে অপরুপা, অনন্যা আ হা হা
পৃথিবীতে নেই তার কোন তুলনা
প্রেমে পরেছি আমি,,
প্রেমে পরেছি
প্রথম দেখাতেই তার,,
প্রেমে পরেছি,
রাঙা দুটি ঠোটে মায়াবী হাসি
বুকে বাজে আমার কৃষ্ণের বাশি...
রাঙা দুটি ঠোটে মায়াবী হাসি
বুকে বাজে আমার কৃষ্ণের বাশি
চুলে তার ঢেউ খেলে উতাল হাওয়ায়
আকাশে আকে যেন মেঘের আলপনা
সে যে রুপে অপরুপা, অনন্যা আ হা হা,,
পৃথিবীতে নেই তার কোন তুলনা,,
প্রেমে পরেছি আমি,,
প্রেমে পরেছি
প্রথম দেখাতেই তার,,
প্রেমে পরেছি.
ধন্যবাদ সবাইকে