menu-iconlogo
huatong
huatong
avatar

Jao Pakhi Bolo Tare

Krishnokoli Islamhuatong
smaltais2huatong
Lyrics
Recordings
সোনারও পালঙ্কের ঘরে

লিখে রেখে ছিলেম দ্বারে

যাও পাখি বলো তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেক, ভালো থেক

মনে রেখ এ আমারে

বুকের ভেতর নোনা ব্যথা

চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপার একা

বুকের ভেতর নোনা ব্যথা

চোখে আমার ঝরে কথা

এপার ওপার তোলপার একা

যাও পাখি বলো তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেক, ভালো থেক

মনে রেখ এ আমারে

মেঘের ওপর আকাশ ওড়ে

নদীর ওপার পাখির বাসা

মনে বন্ধু বড়ো আশা

মেঘের ওপর আকাশ ওড়ে

নদীর ওপার পাখির বাসা

মনে বন্ধু বড়ো আশা

যাও পাখি, যারে উড়ে

তারে কয়ো আমার হয়ে

চোখ জ্বলে যায় দেখব তারে

মন চলে যায় অদূর দূরে

যাও পাখি বলো তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেক, ভালো থেক

মনে রেখ এ আমারে

সোনারও পালঙ্কের ঘরে

লিখে রেখে ছিলেম দ্বারে

যাও পাখি বলো তারে

সে যেন ভোলে না মোরে

সুখে থেক, ভালো থেক

মনে রেখ এ আমারে

More From Krishnokoli Islam

See alllogo

You May Like

Jao Pakhi Bolo Tare by Krishnokoli Islam - Lyrics & Covers