menu-iconlogo
huatong
huatong
avatar

Kalo Jole Kujla Tole

Krishnokoli Islamhuatong
not_your_type_32huatong
Lyrics
Recordings
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন

আজ সারা না, কাল সারা না পাই যে দরসন

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন

আজ সারা না, কাল সারা না পাই যে দরসন

লদীরধারে চাষে বঁধু মিছাই কর আস

ঝিরিইরি বাঁকা লদি বইছে বারমাস

লদীরধারে চাষে বঁধু মিছাই কর আস

ঝিরিইরি বাঁকা লদি বইছে বারমাস

চিংড়ী মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি

নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?

চিংড়ী মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি

নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?

চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়

দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়

চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়

দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন

আজ সারা না, কাল সারা না পাই যে দরসন

আজ সারা না, কাল সারা না পাই যে দরসন

মেদিনীপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা

যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা

মেদিনীপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা

যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা

পেছপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার

দিনেদিনে বাইড়ছে তুমার চুলেরই বাহার

পেছপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার

দিনেদিনে বাইড়ছে তুমার চুলেরই বাহার

কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা

কোঁড় ফুলেতে কিষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা

কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা

কোঁড় ফুলেতে কিষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন

আজ সারা না, কাল সারা না পাই যে দরসন

লদীরধারে চাষে বঁধু মিছাই কর আস

ঝিরিইরি বাঁকা লদি বইছে বারমাস

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন

আজ সারা না, কাল সারা না পাই যে দরসন

আজ সারা না, কাল সারা না পাই যে দরসন

আজ সারা না, কাল সারা না পাই যে দরসন

আজ সারা না, কাল সারা না পাই যে দরসন

More From Krishnokoli Islam

See alllogo

You May Like

Kalo Jole Kujla Tole by Krishnokoli Islam - Lyrics & Covers