সাঁওতাল করেছে ভগবান গো
আমায় সাঁওতাল করেছে ভগবান
মানুষ করেনি ভগবান গো
আমায় মানুষ করেনি ভগবান
সাঁওতাল করেছে ভগবান গো
আমায় সাঁওতাল করেছে ভগবান
মানুষ করেনি ভগবান গো
আমায় মানুষ করেনি ভগবান
আমি যদি master হতাম
কত ছেলহা পড়াইতাম
আমি যদি master হতাম
কত ছেলহা পড়াইতাম
কেউ একটুখানি ভুল করলে মুলে দিতাম কান গো
একটুখানি ভুল করলে মুলে দিতাম কান
সাঁওতাল করেছে ভগবান
সাঁওতাল করেছে ভগবান গো
আমায় মানুষ করেনি ভগবান
আমি যদি ডাক্তার হতাম
কত লোককে পুরহে দিতাম
আমি যদি ডাক্তার হতাম
কত লোককে পুরহে দিতাম
ওয় আবার পঁচিশ টাকা visit লিতাম
বাড়তো কতই মান গো
পঁচিশ টাকা visit লিতাম
বাড়তো কতই মান
সাঁওতাল করেছে ভগবান
আমায় সাঁওতাল করেছে ভগবান গো
আমায় মানুষ করেনি ভগবান
আমি যদি বাবু হতাম
মোটরগাড়ি চড়ে যেতাম
আমি যদি বাবু হতাম
মোটরগাড়ি চড়ে যেতাম
কেউ হাত পাতলে দুটু টাকা
করে দিতাম দান গো
হাত পাতলে দুটু টাকা
করে দিতাম দান
সাঁওতাল করেছে ভগবান
সাঁওতাল করেছে ভগবান গো
আমায় সাঁওতাল করেছে ভগবান
মানুষ করেনি ভগবান গো
আমায় মানুষ করেনি ভগবান
সাঁওতাল করেছে ভগবান
মানুষ করেনি ভগবান
সাঁওতাল করেছে ভগবান গো
সাঁওতাল করেছে ভগবান
সাঁওতাল করেছে ভগবান গো
সাঁওতাল করেছে ভগবান