মিউজিক
আমায় দেখে জ্বলছে যারা
চাইছি তাদের বলতে
PNPC না করে তুই
তোর চরকায় তেল দে
মিউজিক
হ্যাঁ আমায় দেখে জ্বলছে যারা
চাইছি তাদের বলতে
PNPC না করে তুই
তোর চরকায় তেল দে
যাদের ভাবে বড্ড কাছের
আমার আপনজন
তারাই আবার করছে কাঠি
সামনে প্রিয়জন
যতই করিস হিংসা তোরা
আমি বড়ই বেপরোয়া
ভয় ডর নেই
যে যা বলুক বলবে
তোদের জ্বলবে
আমার তাতেই চলবে
তোদের জ্বলবে
আমার তাতেই চলবে
মিউজিক
তোমার আমার উন্নতিতে
কষ্ট যাদের লাগে
মুখের উপর কাজেই জবাব
দেব তাদের আগে
মিউজিক
তোমার আমার উন্নতিতে
কষ্ট যাদের লাগে
মুখের উপর কাজেই জবাব
দেব তাদের আগে
শকুনেরই অভিশাপে
গরু কখন মরে
তোমার হিংসায় আমার জয়
একটু একটু করে
যতই করিস হিংসা তোরা
আমি বড়ই বেপরোয়া
ভয় ডর নেই
যে যা বলুক বলবে
তোদের জ্বলবে
আমার তাতেই চলবে
তোদের জ্বলবে
আমার তাতেই চলবে
মিউজিক
ও বাবা কি জলন
আমার ভালো দেখলে যাদের
মনে অমাবস্যা
আসল কারণ এটা তাদের
মানসিক সমস্যা
মিউজিক
আমার ভালো দেখলে যাদের
মনে অমাবস্যা
আসল কারণ এটা তাদের
মানসিক সমস্যা
সুস্থ হয়ে উঠিস তোরা
এই কামনায় করি
ওরে দুষ্টু লোকের সাথে আমার
বরা বরেই আড়ি
যতই করিস হিংসা তোরা
আমি বড়ই বেপরোয়া
ভয় ডর নেই
যে যা বলুক বলবে
তোদের জ্বলবে
আমার তাতেই চলবে
তোদের জ্বলবে
আমার তাতেই চলবে
ও বাবা কি জলন