Track By _Rana Id - 13307558757
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি
ধরা পড়ি ছিল ভয়।
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়-
***Track By _Rana Id - 13307558757
গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে
আমরা দুজনে কখন গিয়েছি সরে।
ফুলঝুরি থেকে ফুল ঝরে গেলে
মালা কিসে গাঁথা হয়?
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়-
***Track By _Rana Id - 13307558757
তোমার পথের কাঁটাই ভেবেছ মোরে-
বলতে পারিনি তোমার মত করে-
জলছবি ভেবে ভুল করেছিলে
ভালবাসা সে তো নয়।
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি
ধরা পড়ি ছিল ভয়।
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়
লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা ।