menu-iconlogo
huatong
huatong
avatar

Takhon Tomar Ekush Bachhar

Arati Mukherjeehuatong
tianshizaikuqi11huatong
Paroles
Enregistrements
তখন তোমার একুশ বছর বোধহয়

আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়

লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি

ধরা পড়েছিল ভয়

তখন তোমার একুশ বছর বোধহয়

আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়

গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে

আমরা দু'জনে কখন গিয়েছি সরে

ফুল ঝুড়ি থেকে ফুল ঝরে গেলে

মালা কিসে গাঁথা হয়

তখন তোমার একুশ বছর বোধহয়

আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়

তোমার পথের কাঁটায় ভেবেছ মরে

বলতে পারিনি তোমার মত করে

জলছবি ভেবে ভুল করেছিলে

ভালবাসা সেতো নয়

তখন তোমার একুশ বছর বোধহয়

আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়

লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি

ধরা পড়েছিল ভয়

তখন তোমার একুশ বছর বোধহয়

আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়

Davantage de Arati Mukherjee

Voir toutlogo

Vous Pourriez Aimer

Takhon Tomar Ekush Bachhar par Arati Mukherjee - Paroles et Couvertures