menu-iconlogo
logo

বন্ধুরে কই পাবো সখি গো Bondhure koi Pabo

logo
Paroles
বন্ধুরে কই পাবো সখি গো

সখি আমারে...বলো না..

বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

বন্ধুরে কই পাবো সখি গো

বন্ধুরে কই পাবো সখি গো

সখি আমারে...বলো না..

বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সখি দিলাম... ষোল আনা

প্রাণ পাখি উড়ে যেতে চায়

আর ধৈর্য মানে না

আমার প্রাণ পাখি উড়ে যেতে চায়

আর ধৈর্য মানে না

কী আগুন জ্বালাইলো বন্ধে গো

কী আগুন জ্বালাইলো বন্ধে গো

সখি নিভাইলে... নিভে না

জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না

হাইগোজলঢালিলে দ্বিগুণ জ্বলেউপায়কি বলোনা

বাউল আব্দুল করিম বলে গো

বাউল আব্দুল করিম বলে গো

সখি অন্তরের.. বেদনা...

সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচিনা

হাইগো সোনারবরণ রূপের কিরণ নাদেখলেবাঁচিনা

বন্ধুরে কই পাবো সখি গো

বন্ধুরে কই পাবো সখি গো

সখি আমারে.. বলো না..

বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

হাইগোবন্ধু বিনে পাগলমনে বুঝাইলে বুঝেনা

হাইগোবন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

হাইগোবন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

বন্ধুরে কই পাবো সখি গো Bondhure koi Pabo par Kona/ Nadeem - Paroles et Couvertures