menu-iconlogo
huatong
huatong
kona--cover-image

চলে গেছো দূরে বহু দূরে

Konahuatong
migueljuan22huatong
Paroles
Enregistrements
আমার কথা কি মনে পড়ে

ভুলতে পারিনি আজো ভুলিনি তোমায়

কিযে ব্যাথা মনেরি গভীরে

কিযে ব্যাথা মনেরি গভীরে

চলে গেছো দূরে বহু দূরে

আমার কথা কি মনে পড়ে

ভুলতে পারিনি আজো ভুলিনি তোমায়

কিযে ব্যাথা মনেরি গভীরে

কিযে ব্যাথা মনেরি গভীরে

কিযে ব্যাথা মনেরি গভীরে

কিযে ব্যাথা মনেরি গভীরে

দেখেছি মহীমা তোমার ঐ কালো চোখ

সয়নে স্বপনে দেখি প্রেমময় মুখ

দেখেছি মহীমা তোমার ঐ কালো চোখ

সয়নে স্বপনে দেখি প্রেমময় মুখ

মান করো নি, তুমি মালতি লতা

ভুলিনি আমি সেই দিনের কথা

মান করো নি তুমি মালতি লতা

ভুলিনি আমি সেই দিনের কথা

আজো মালা দিয়ে সাজাবো তোমারে

যদিও স্মৃতিপটে রাখনি আমারে

চলে গেছো দূরে বহু দূরে

আমার কথা কি মনে পড়ে

ভুলতে পারিনি আজো ভুলিনি তোমায়

কিযে ব্যাথা মনেরি গভীরে

কিযে ব্যাথা মনেরি গভীরে

কিযে ব্যাথা মনেরি গভীরে

কিযে ব্যাথা মনেরি গভীরে

নালীতার পাশে কতো লুকোচুরি হয়

নিরলস মনে কেনো এতো পরাজয়?

নালীতার পাশে কতো লুকোচুরি হয়

নিরলস মনে কেনো এতো পরাজয়?

বুঝিতে পারিনা তবু মেনে নিয়েছি

বুকের মাঝে তোর ছবি এঁকেছি

বুঝিতে পারিনা তবু মেনে নিয়েছি

বুকের মাঝে তোর ছবি এঁকেছি

কেনো হারিয়েছি রাতেরি আঁধারে

শুধু চাইলেকি পাওয়া যায় তারে

চলে গেছো দূরে বহু দূরে

আমার কথা কি মনে পড়ে

ভুলতে পারিনি আজো ভুলিনি তোমায়

কিযে ব্যাথা মনেরি গভীরে

কিযে ব্যাথা মনেরি গভীরে

চলে গেছো দূরে বহু দূরে

আমার কথা কি মনে পড়ে

ভুলতে পারিনি আজো ভুলিনি তোমায়

কিযে ব্যাথা মনেরি গভীরে

কিযে ব্যাথা মনেরি গভীরে

কিযে ব্যাথা মনেরি গভীরে

কিযে ব্যাথা মনেরি গভীরে

Davantage de Kona

Voir toutlogo

Vous Pourriez Aimer