M1:উম হুমহুম হুমহুম হুমহুমহুম..
লা লালা লালা লালা লা..লা লা লা
M1:এই গান মনের খাতাতে লিখে দিয়ে যাই
এই প্রেম অমর করে তাই,রেখে যেতে চাই
জীবনের কাছে, বলি বারে বারে,
জীবনে র কাছে বলি বারে বারে,
তুমি নাওনা বুঝে এই সুরের ভাষা য়
আমি শুধুই তোমার..
এই গান মনের খাতাতে,লিখে দিয়ে যাই
এই প্রে ম অমর করে তাই রেখে যেতে চাই..
F:ভুল বুঝে কতো দিন,,দূরে সরে থাকবে
কবে কাছে এসে বলো, এ জ্বালা জুড়াবে
ভুল বুঝে কতো দিন,,দূরে সরে থাকবে
কবে কাছে এসে বলো এ জ্বালা জুড়াবে
এই গানে, সেই বেদনা
এই গানে , সেই বেদনা
মুছে.. দিতে চাই
এই গান মনের খাতাতে,লিখে দিয়ে যাই
এই প্রেম অমর করে তাই রেখে যেতে চাই
M2:অভাগা কপাল তবু,এতো কেন আশা
চাতকের মতো ম ন চায় ভালবাসা
অভাগা কপাল তবু,এতো কেন আ শা
চাতকের মত মন চায় ভালবাসা
সেই বাসনা, গানের কথায়
সেই বাসনা , গানের কথায়
তোমায় বলে যাই,
এই গান মনের খাতাতে,লিখে দিয়ে যাই
এই প্রেম অমর করে তাইরেখে যেতে চাই
জীবনের কাছে, বলি বারে বারে,
জীবনে র কাছে বলি বারে বারে,
তুমি নাওনা বুঝে এই সুরের ভাষায়
আমি শুধুই তোমার