menu-iconlogo
logo

এই ভালবাসা তোমাকেই পেতে চায়

logo
Paroles
এই ভালবাসা তোমাকেই পেতে চায়

এই ভালবাসা তোমাকেই পেতে চায়

ওই দুটি চোখ জেনো কিছু বলে জায়

ওই দুটি চোখ জেনো কিছু বলে জায়

স্টারমেকার vip জন্য,

কয়েন এর জন্য,

এবং ভোকাল, HDমিউজিক এর জন্য

এই ভালবাসা তোমাকেই পেতে চাই

এই ভালবাসা তোমাকেই পেতে চাই

ওই দুটি চোখ জেনো কিছু বলে জায়

ওই দুটি চোখ জেনো কিছু বলে জায়

কবে তুমি নাম ধরে ডাকবে.

কবে তুমি হাতে হাত রাখবে

হো কবে তুমি নাম ধরে ডাকবে.

কবে তুমি হাতে হাত রাখবে.

সেই আসাতে"দিন কাটাতে মুন সুধু চায়..

সেই আসাতে"দিন কাটাতে মন শুধু চায়

এই ভালবাসা তোমাকেই পেতে চায়

এই ভালবাসা তোমাকেই পেতে চায়

ওই দুটি চোখ জেনো কিছু বলে জায়

ওই দুটি চোখ জেনো কিছু বলে জায়,

স্টারমেকার vip জন্য,

কয়েন এর জন্য,

কেনো তুমি আছো বহু দুরে

দাও ধরা এসে বাহু ডরে

হো ও ও কেনো তুমি আছো বহু দুরে

দাও ধরা এসে বাহু ডরে.

এই কবিতা "সেই বারোটা

লিখে দিয়ে জায়

এই কবিতা সেই বারোটা

লিখে দিয়ে জায়..

এই ভালবাসা তোমাকেই পেতে চায়

এই ভালবাসা তোমাকেই পেতে চায়

ওই দুটি চোখ জেনো কিছু বলে জায়

ওই দুটি চোখ জেনো কিছু বলে জায়

এই ভালবাসা তোমাকেই পেতে চায় par Manu - Paroles et Couvertures