menu-iconlogo
logo

এই ভালোবাসা তোমাকেই

logo
Paroles
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়

এই ভালোবাসা তোমাকেই পেতে চায়

ওই দুটি চোখ যেন কিছু বলে যায়

ওই দুটি চোখ যেন কিছু বলে যায়

এই ভালোবাসা তোমাকেই পেতে চায়

এই ভালোবাসা তোমাকেই পেতে চায়

ওই দুটি চোখ যেন কিছু বলে যায়

ওই দুটি চোখ যেন কিছু বলে যায়

কবে তুমি নাম ধরে ডাকবে

কবে তুমি হাতে হাত রাখবে

হো..কবে তুমি নাম ধরে ডাকবে

কবে তুমি হাতে হাত রাখবে

সেই আশাতে দিন কাটাতে

মন শুধু চায়

সেই আশাতে দিন কাটাতে

মন শুধু চায়

এই ভালোবাসা তোমাকেই পেতে চায়

এই ভালোবাসা তোমাকেই পেতে চায়

ওই দুটি চোখ যেন কিছু বলে যায়

ওই দুটি চোখ যেন কিছু বলে যায়

কেন তুমি আছো বহুদুরে

দাও ধরা এসে বাহুডোরে

ওও কেনো তুমি আছো বহুদূরে

দাও ধরা এসে বাহুডোরে

এই কবিতা সেই পারোতা

লিখে দিয়ে যায়

এই কবিতা সেই পারোতা

লিখে দিয়ে যায়

এই ভালোবাসা তোমাকেই পেতে চায়

এই ভালোবাসা তোমাকেই পেতে চায়

ওই দুটি চোখ যেন কিছু বলে যায়

ওই দুটি চোখ যেন কিছু বলে যায়